কলকাতা: এক ঝলকে দেখলে তাঁকে চেনাই দায়। অভিনেতার পোশাক থেকে শুরু করে হাবভাব.. আপনাকে মনে করাবেই কিংবদন্তি এক ছবির, কিংবদন্তি এক চরিত্রের কথা। সত্যজিৎ রায় (Satyajit Roy) পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবির হীরক রাজের কথা। তবে প্রোফাইলের নাম আপনাকে চিনিয়ে দেবে, এই অভিনেতার আসল পরিচয়। রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভোটপ্রচারের টলিউড-বলিউডের এই অভিনেতা এবার হীরকরাজ! অন্যদিকে, চিরকালই তিনি শান্ত, মৃদুভাসি। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন.. মঞ্চের বাইরে এই মানুষটাকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশ প্রচারবিমুখ। নিজের জীবনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেও তা একেবারেই সংক্ষিপ্ত। ঠিক যতটা সংক্ষিপ্তভাবে তিনি শেয়ার করে নিয়েছিলেন নিজের বিয়ের খবর, ততটাই সরলভাবে, কেবল একটা ছবি দিয়ে অনুপম রায় শেয়ার করে নিলেন বিয়ের পরে প্রথম সফরের কথা। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি.. 


 


ভোটপ্রচারে রুদ্রনীল এবার 'হীরকরাজ'! গানে গানে দিচ্ছেন রাজনৈতিক বার্তা


এক ঝলকে দেখলে তাঁকে চেনাই দায়। অভিনেতার পোশাক থেকে শুরু করে হাবভাব.. আপনাকে মনে করাবেই কিংবদন্তি এক ছবির, কিংবদন্তি এক চরিত্রের কথা। সত্যজিৎ রায় (Satyajit Roy) পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবির হীরক রাজের কথা। তবে প্রোফাইলের নাম আপনাকে চিনিয়ে দেবে, এই অভিনেতার আসল পরিচয়। রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভোটপ্রচারের টলিউড-বলিউডের এই অভিনেতা এবার হীরকরাজ! রুদ্রনীলের রাজনৈতিক পরিচয় দেওয়ার প্রয়োজন নতুন করে নেই। বিজেপির প্রার্থী তিনি নন বটে, তবে বিজেপির তারকা প্রচারক তিনি। লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে তাঁর। পথে নেমে প্রচারের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও অভিনব প্রচার সারেন এই অভিনেতা। বিভিন্ন নাতিদীর্ঘ রাতনৈতিক কবিতা লিখে তিনি তা পাঠ করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে উঠে আসে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে বিরোধী দল নিয়ে বিভিন্ন কটাক্ষ। রুদ্রনীলের এই কবিতাগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। তবে এবার, ভোটপ্রচারে রুদ্রনীল হীরকরাজ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তাঁকে দেখা যাচ্ছে হীরকরাজার বেশে। আবহে বাজছে.. ওরে মন দিয়ে শোন সব জনতা/ গাইছি বড় দুখে/ হীরক রানির পোড়া দেশে/ কেউ নাইকো সুখে..' ছোট্ট সেই গানে এটুকু স্পষ্ট, কলিতে কলিতে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কখনও আবার তৃণমূলের শাসনকেই বিঁধেছেন অভিনেতা। তবে এই গানকে টিজ়ার বলে উল্লেখ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ক্লিপিংসটি পোস্ট করে রুদ্রনীল লিখেছেন, "যারা বানিয়েছে বাংলাকে হীরক রাজার দেশ...তাদের স্বৈরাচার এবার হবে শেষ।".. আসছে...। এর আগে, রাজনৈতিক কবিতার জন্য চর্চায় ছিলেন রুদ্রনীল। তবে এবার তাঁর নতুন অস্ত্র হতে চলেছে এই রাজনৈতিক গান। প্রসঙ্গত, এই প্রথম নয়, তৃণমূল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, বিজেপি.. বিভিন্ন সময়েই বিভিন্ন দল গানকে ব্যবহার করেছেন রাজনীতির প্রচারের মাধ্যম হিসেবে। এবার সেই তালিকায় নাম লেখালেন রুদ্রনীলও।


 






 


অনুপমের 'টার্কিস হলিডে', বিয়ের পরে প্রশ্মিতার সঙ্গে প্রথম সফর


চিরকালই তিনি শান্ত, মৃদুভাসি। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন.. মঞ্চের বাইরে এই মানুষটাকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশ প্রচারবিমুখ। নিজের জীবনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেও তা একেবারেই সংক্ষিপ্ত। ঠিক যতটা সংক্ষিপ্তভাবে তিনি শেয়ার করে নিয়েছিলেন নিজের বিয়ের খবর, ততটাই সরলভাবে, কেবল একটা ছবি দিয়ে তিনি শেয়ার করে নিলেন বিয়ের পরে প্রথম সফরের কথা। অনুপম রায় (Anupam Roy)। তাঁর হাতে একগুচ্ছ কাজ রয়েছে বলে কি মিলবে না ছুটিও? মোটেই তাই নয়। বিয়ের ২ মাস পরে, প্রশ্মিতা পালের (Prashmita Paul) সঙ্গে প্রথম বিদেশ সফরে অনুপম। বলা ভাল, মধুচন্দ্রিমা। তুরস্কে গিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শনিবার একটি ছবি শেয়ার করে নিয়ে অনুপম লেখেন, 'আ টার্কিস হলিডে'। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ টি-শার্ট ও ডেনিম পরেছেন অনুপম। প্রশ্মিতার পরণে হলুদ স্কার্ট ও কালো টপ। রঙমিলান্তিতে তাঁদের মধুচন্দ্রিমার প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল। ইশা সাহা থেকে শুরু করে অন্যান্য বন্ধু ও অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন প্রশ্মিতা ও অনুপমকে।  ২রা মার্চ একটি ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করেছিলেন অনুপম-প্রশ্মিতা। তাঁদের সম্পর্ক, প্রেম সবকিছুকেই গোপনে রেখেছিলেন তাঁরা, মুখ খোলেননি কখনোই। বিয়ের মাত্র কয়েকটা দিন আগেই প্রকাশ্যে এসেছিল সেই খবর। সেই সময়ে এবিপি লাইভকে (ABP Live)-কে অনুপম জানিয়েছিলেন, তিনি চিরকালই সম্পর্ক নিয়ে আশাবাদী। তাঁর ও প্রশ্মিতার বয়সের সম্পর্ক বেশিদিন না হলেও, তাঁদের মনে হয়েছে, একসঙ্গে থাকতে পারবেন তাঁরা। সেই কারণেই এই সিদ্ধান্ত। বিয়ের পরেও কাজ নিয়েই ব্যস্ত ছিলেন অনুপম ও প্রশ্মিতা। সদ্য মুক্তি পেয়েছে অনুপমের নতুন ছবি 'আলাপ'। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।


 






আরও পড়ুন: Payel-Dwaipayan's Story: ইঞ্জিনিয়ার স্বামীকে নিয়ে নেচে গোটা বিশ্বে সাড়া ফেলেছেন পায়েল, 'ভাইরাল' যুগলের প্রেম-সংসারের গল্প