কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তোলপাড় অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) আর তাঁর বন্ধুদের গানের দল 'হুলিগানইজম' (Hooliganism)-এর নতুন গানের একাংশ। সদ্য শহরের বুকে আয়োজন হয়েছিল একটি অনুষ্ঠানের। সেখানেই 'হুলিগানইজম'-এর একটি পারফর্মম্যান্স ছিল। সেই গানের মধ্যে উঠে আসে তিন রাজনৈতিক ব্যক্তির কথা। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ ও শতরূপ ঘোষ। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদীর পেনশন থেকে শুরু করে, হিন্দু রাষ্ট্র, আচ্ছে দিন.... রাজনীতির আলোচিত বিষয়গুলিকে গানে বাঁধে 'হুলিগানইজম'। আর এই গান নিয়েই দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকের যেন 'হুলিগানইজম' -এর এই রাজনৈতিক স্যাটায়ার দুর্দান্ত লেগেছে, অনেকে আবার এই গানের বিরোধীতাও করেছেন। আর এবার, 'হুলিগানইজম'-এর পারফর্মম্যান্সের মধ্যে বলা অনির্বাণের একটি কথা নিয়ে, মুখ খুললেন রুদ্রনীল ঘোষ। 

রুদ্রনীলের পরিচয় দিতে গেলে যেমন প্রথমেই আসে তাঁর অভিনেতা সত্ত্বা, পাশাপাশি এসে পড়ে রাজনৈতিক সত্ত্বাও। রুদ্রনীল বিজেপির একজন নেতা। আর সম্ভবত সেই জায়গা থেকেই অনির্বাণের বলা কথা নিয়ে আপত্তি জানিয়েছেন রুদ্রনীল। সোশ্যাল মিডিয়ায় 'হুলিগানইজম' -এর গানের একটি ভিডিও পোস্ট করে রুদ্রনীল লিখেছেন, 'বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য, তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন, "সনাতন এসে গিয়েছে.. আর সনাতনী?..সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি...আসেনি তো এখনও? সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে..সবাই এগিয়ে যায়.. আমরা পিছিয়ে যাব!" আপনি সজ্ঞানে বললেন এই কথা?'

রুদ্রনীল আরও লিখেছেন, 'অন্য কোন ধর্ম সম্পর্কে এই ধরণের উক্তি করলে তারা এতক্ষণ আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চয়ই জানেন! সবাই জানে, টলিউড মাফিয়ারা আপনার কাজ কেড়ে নিয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দূর্ভাগ্যজনক! কিন্তু, যে "হুলিগানরা" আপনার পেটের ভাত কারা কাড়ল, তা নিয়ে বা RG KAR ডাক্তার হত্যা নিয়ে, শিক্ষক পেটানো, শিক্ষা দুর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ! অথচ অকারণ ছোট করছেন নিজের ধর্মকে? সনাতন ও সনাতনীকে? কাকে খুশী করতে?'

রুদ্রনীল লিখছেন, 'ভাই অনির্বাণ, যদি সত্যিই নিজের অজ্ঞানতা থেকে এই বক্তব্য রেখে থাকেন তাহলে জানান। দেখবেন সমস্ত সনাতনীরা দল-মত-ঝান্ডা-জীবিকা ভুলে আপনাকে ক্ষমা করবেন ও ভবিষ্যতে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করার অনুরোধ করবেন। আর যদি সজ্ঞানে থেকে এই ধরণের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন। সনাতন ধর্ম আদি ও অনন্ত। আপনি আমি দুনিয়ায় থাকি বা না থাকি, সনাতন-সনাতনী ছিল আছে ও থাকবে। ভাল থাকবেন।'

এই প্রসঙ্গ নিয়ে অনির্বাণ কোনও বক্তব্য রাখেননি।