কলকাতা: রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) আগেই জানিয়েছিলেন, এই ছবি, এই চরিত্র তাঁর কাছে স্বপ্নের মতোই। দীর্ঘদিন এই চরিত্র নিয়ে পরিকল্পনা, প্রস্তুতি আরও কত কি... অবশেষে শ্যুটিং ফ্লোরে 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান'। আজ নতুন লুকে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী। বসার ভঙ্গিমা থেকে শুরু করে পাতা কেটে বাঁধা খোঁপা, সোনার গয়না, শাড়ির ধরন এমনকি মুখের হাসিটুকুও যেন হুবহু বিনোদিনী।
নিজের লুক প্রকাশের পরে রুক্মিণী বলছেন, 'আমায় বিনোদিনীর মতো করে সাজিয়ে তোলা যথেষ্ট পরিশ্রমসাধ্যআর কঠিন ছিল। তবে আমার টিমের ওপর ভরসা ছিল যে ওরা পারবেই। আমি কিছুই করিনি, কেবল ওদের বিশ্বাস করে গিয়েছি। তারপর দেখলাম ওরা একটা ম্যাজিক করে ফেলেছে। আমায় বিনোদিনী সাজিয়ে তুলতে মেকআপ থেকে শুরু করে কেশসজ্জা, পোশাক সব মিলিয়ে ৪ ঘণ্টা সময় লেগেছিল। রামকমলের কথাতেই আমার মেকআপে শিমার যোগ করা হয়েছিল যাতে পর্দায় আমায় ঝকঝকে দেখায়। তবে যেহেতু এটা পিরিয়ড ড্রামা, সেটা মাথায় রেখেই ছবির টোন ম্যাট হিসেবে সেট করা হয়েছিল। এই দুয়ের মেলবন্ধন ঘটানো ছিল বেশ কঠিন। এই ছবিটা বিনোদিনী দাসীর আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না।'
আরও পড়ুন: Rukmini As Binodini: ত্রিপুরা থেকে এল চুল, বিদেশী মেকআপ, সোনার গয়নায় 'বিনোদিনী' হয়ে উঠলেন রুক্মিণী
অন্যদিকে রুক্মিণীতে উচ্ছ্বসিত রামকমল। তিনি বলছেন, 'আমি আমার রূপটান, কেশসজ্জা ও পোশাকের দায়িত্বে থাকা সমস্ত শিল্পীদের কাছে কৃতজ্ঞ এত যত্ন নিয়ে, পড়াশোনা করে রুক্মিণীকে সাজিয়ে তোলার জন্য। বিনোদিনী দাসীর আসল যে ছবি আমরা পাই তা ততটা স্পষ্ট নয়। সেই ছবি দেখে শাড়ি ও গয়না বুঝে হুবহু সেই লুককে ফুটিয়ে তোলা নেহাৎ সহজ না।'
এই ছবির অন্যান্য় চরিত্রে দেখা যাবে রাহুল বসু (রাঙা বাবু), কৌশিক গঙ্গোপাধ্যায় (গিরিশ চন্দ্র ঘোষ), গৌতম ঘোষ (দাশু নিয়োগী), মীর (গুরমুখ রাই), চান্দ্রেয়ী ঘোষ (গঙ্গা বাঈ), ওম সাহানি (কুমার বাহাদুর)-কে। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং।