কলকাতা: ছবির শ্যুটিং চলেছে শহর জুড়ে। শেষ হল অর্ণব মিদ্যার নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র শ্যুটিং। রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-র বিপরীতে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে (Chiranjeet Chakraborty)। একজন বাবা মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণী। জানিয়েছেন, তিনি তাঁর অন্যতম প্রিয় একটি কাজের শ্যুটিং শেষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী পোস্ট শেয়ার করে লিখেছেন, 'শিডিউল ২ ও অন্তিম শিডিউলের শ্যুটিং শেষ করলাম আমরা। শ্যুটিং সেটে আমার অন্যতম শান্তির একটা অভিজ্ঞতা হল। বড়পর্দায় দেখা হচ্ছে, গরমে।'


এই ছবির শ্যুটিং শুরুর আগে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অর্ণব মিদ্যা বলেছিলেন, 'প্রথম পোস্টারে দেখা গিয়েছিল দুই জোড়া পায়ের ছাপ। একটা ছোট-একটা বড়। অনেকেই মনে করেছিলেন, এ বুঝি মা-মেয়ে বা মা-ছেলের গল্প। তবে পরের পোস্টারে পরিষ্কার হয়েছিল সবটা। এই গল্প এক চিরন্তন ভালবাসার গল্প। বাবা মেয়ের সম্পর্কের গল্প। আমার মনে হয়েছিল, এই দুটো চরিত্রে চিরঞ্জিৎবাবু আর রুক্মিণীর থেকে ভাল কেউ হতে পারেন না। চিরঞ্জিৎবাবুর অভিনয় ক্ষমতা নিয়ে আমার কিছুই বলার নেই। আর রুক্মিণীর মধ্যে আমি সেই অভিনয়ের খিদেটা দেখেছি। ও গত দেড় বছর থেকে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছে, চরিত্রটার সঙ্গেই থেকেছে।'


রুক্মিণীর সঙ্গে শ্যুটিং করার অভিজ্ঞতা নিয়ে অর্ণব মিদ্যা বলেছিলেন, 'অনেকেই মনে করেন, রুক্মিণী তারকা। কিন্তু কাজ না করলে বুঝতেই পারতাম না ও এত মাটির কাছাকাছি মানুষ। বারে বারে শট দিতে কোনও বিরক্তি নেই। সারাক্ষণ সেটে থাকা, এমনকি সেট তৈরি হওয়ার সময়ও ও এসে বসে থেকেছে। আত্মস্থ হতে চেয়েছে সেটের বাড়িটার সঙ্গে, চরিত্রের সঙ্গে। প্রথমদিনই ও যা পারফর্মম্যান্সটা দিল, আমি মুগ্ধ। তবে আজ শুধু ওরই শ্যুটিং ছিল। আশা করছি চিরঞ্জিত বাবুর সঙ্গে ওঁর বাবা-মেয়ের গল্পটা জমে যাবে। আমি তো সবসময় সম্পর্ক নিয়ে গল্প বলতেই ভালবাসি। 'হাঁটি হাঁটি পা পা'-ও তেমনই একটা সম্পর্কের গল্প।'


এবার অপেক্ষা কেবল ছবি মুক্তির।