কলকাতা: প্রথম টিভির পর্দায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচ করেছিলেন তিনি। সেই থেকেই ছোটপর্দায় পা রাখা। কিন্তু তারপরে, নাচের অনুষ্ঠানের বিচারকের আসন যে তা জন্য বরাদ্দ হবে, তা জানতেনই না তিনি। অফারটা এসেছিল বেশ অনেকদিন পরে। আর তাঁর কাছে অফার আসছে শুনে দেব নাকি মজা করেই বলেছিলেন, 'রুক্মিণীকে বিচারক করতে হবে না।' প্রথমবার টেলিভিশনের শো-তে পা রাখার আগে এবিপি লাইভকে (ABP Live) নতুন শো-তে আসার গল্প শোনালেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 


টেলিভিশনে পা রাখছেন, তাও আবার নিজেরই চরিত্রে। পর্দার রুক্মিণী কি এবার একেবারে ঘরের মেয়ে? কথা শেষ বতে না হতেই রুক্মিণী বললেন, 'একেবারেই তাই। এবার মানুষ রুক্মিণীকে চিনবেন দর্শক। এর আগে সবসময় আমায় বড়পর্দার নায়িকা হিসেবেই পেয়ে এসেছেন দর্শক। ভালোবাসা থাকলেও, তাতে বড়পর্দার দূরত্ব ঘোঁচে না। কিন্তু রোজকার শো-এ তো অভিনয় করা যায় না, সেখানে বেরিয়ে আসে ব্যক্তি সত্ত্বা। 'ডান্স ডান্স জুনিয়র' আমার কাছে একটা বড় সুযোগ নিজের ব্যক্তিসত্তাকে প্রকাশ করার, মানুষের আরও কাছাকাছি যাওয়ার। 


আরও পড়ুন: Rahul-Athiya Wedding: কেএল রাহুলের সঙ্গে বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আথিয়ার, জল্পনা কি বাড়ল আরও?


তাঁর সঙ্গে বিচারকের টেবিলে দেব আর মনামী ঘোষ। রুক্মিণী বলছেন, 'দেব তো বাংলা ছবির জগতে নাচের দিক থেকে কার্যত একটা নতুন যুগের সূচনা করেছিল। আর মনামীও দারুণ নাচ করে। এর আগে আমাদের একটা শো-তে দেখা হয়েছিল। দেবের সঙ্গে আমার আগেই বোঝাপড়া রয়েছে। কিন্তু আশা করি মনামীর সঙ্গেও বন্ধুত্ব হয়ে উঠবে। মতের মিল হোক বা অমিল, একে অন্যের বিশ্লেষণকে শোনা এবং গ্রহণ করা প্রত্যেক বিচারকেরই কাজ।'


'কিশমিশ'-এর সাফল্যের কারণেই কি ছোটপর্দায় দেব রুক্মিণী একসঙ্গে? হেসে ফেলে নায়িকার উত্তর, 'ইতিমধ্যেই ৭৫ দিন পেরিয়ে গিয়েছে ছবিটা। যখন আমরা 'কিশমিশ'-এর প্রচার করছিলাম, তখন মানুষের মধ্যে উচ্ছাস দেখেছি। দর্শক আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসেন। তবে বিচারের ক্ষেত্রে আমি যা বিশ্লেষণ করব তা সম্পূর্ণ আমার নিজের মতামত হবে।'