WhatsApp Suggested Chat: হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে এখন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ রাখা আরও সহজ হয়ে গিয়েছে। কিন্তু অনেকসময় দেখা যায় আমাদের ফোনের কনট্যাক্ট (Phone Contact List) লিস্টে হয়তো চেনা-পরিচিত অনেকেই রয়েছেন যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) রয়েছে, অথচ আমাদের নজরেই আসেনি। ফলে তাঁদের সঙ্গে হয়তো কোনওদিনই হোয়াটসঅ্যাপে (WhatsApp Chats) যোগাযোগ হয়ে ওঠেনি। কিন্তু আপনি অনেকেবারই মনে মনে হয়তো ভেবেছেন যে ওই মানুষগুলোর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হলে ভাল হতো।
এই সমস্যা এড়ানোর জন্য হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হবে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের তরফেই আপনাকে চ্যাট সাজেশন অর্থাৎ সাজেস্টেড চ্যাটের (WhatsApp Suggested Chat) অপশন পাঠানো হবে। অর্থাৎ আপনার কনট্যাক্ট লিস্টে থাকা যেসব ইউজারের সঙ্গে আপনি কখনই হোয়াটসঅ্যাপে কথা বলেননি তাঁদের নাম ইউজারদের চোখের সামনে দেখানো হবে। এই ফিচার অনেকটা ফেসবুকের ফ্রেন্ড সাজেশন বা পিপল ইউ মে নো- এই অপশনের মতো। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই ফিচার লক্ষ্য করা হয়েছিল। তবে পরবর্তীতে জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানেও এই ফিচার লঞ্চ হতে চলেছে।
হোয়াটসঅ্যাপের এই সাজেস্টেড চ্যাট ফিচার চালু হয়ে গেলে সহজেই ইউজাররা দেখতে পাবেন তাঁদের ফোনের কনট্যাক্ট লিস্টে থাকা কাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এবং কাদের সঙ্গে একবারও কথা হয়নি। নতুন এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হলে ইউজাদের সুবিধা হবে বলেই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের। সাজেস্টেড চ্যাট থেকে পছন্দমতো ইউজারদের বেছে নেওয়ার সুযোগ থাকবে ইউজারদের কাছে।
ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতেও
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। যদিও কবে সব ইউজারদের জন্য চালু হবে তা জানা যায়নি। আপাতত চলছে কাজকর্মে এবং পরীক্ষা নিরীক্ষা। তবে এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপের স্টেটাস সরাসরি শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতে। ইউজারদের একটি ক্রস পোস্টিং ফাংশন অ্যাক্টিভেট করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতে। এই ক্রস পোস্টিং ফাংশন কিন্তু ইন-অ্যাক্টিভ থাকবে প্রাথমিক ভাবে। ইউজারদের ম্যানুয়ালি এই ফিচার চালু বা অ্যাক্টিভেট করতে হবে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে ইতিমধ্যেই এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। অতএব হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে এআই যুক্ত চ্যাটবোট, ইউজাররা কী কী সুবিধা পাবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।