কলকাতা: এই ছবি করতে প্রথমটা নাকি রাজিই হননি রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। যখন এই ছবির অফার তাঁর কাছে এসেছিল, সেই সময়ে সদ্য 'ব্যোমকেশ'-এর কাজ শেষ করেছেন তিনি। সেই সময়ে দাঁড়িয়ে নতুন করে দেবের সঙ্গে নতুন রসায়ন তৈরি করাটা সহজ ছিল না। কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র থেকে চিত্রনাট্য শুনে বদলে গিয়েছিল তাঁর ভাবনা। কাজ করতে রাজি হয়েছিলেন তিনি। আর তারপরেই তৈরি হয় 'টেক্কা' (Tekka)। এবার পুজোয় মুক্তি পাচ্ছে দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত নতুন ছবি 'টেক্কা' (Tekka)। আর সেই ছবিতে অভিনয় করা নিয়ে মন খুলে কথা বললেন রুক্মিণী। 


আজ মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ঝলক। সেটি মুক্তির পরে, সাংবাদিক সম্মেলনে রুক্মিণী বলেন, 'আমায় যখন প্রথম বলা হয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে কিছু বলার জন্য... আমি একটাই কথা বলেছিলাম, 'বৈপ্লবিক'। আমি বলেছি, প্রযোজক হিসেবেও দেব 'বৈপ্লবিক'।  আমি আজ বলছি, দেব নিজের অভিনয়টাকেও 'বৈপ্লবিক' জায়গায় নিয়ে গিয়েছে। 'টেক্কা'-তে ও দুর্দান্ত কাজ করেছে। একটা শট ছিল দেব আর আমার। আমি ক্যামেরার উল্টোদিকে দাঁড়িয়ে ওই সময়ে দেবের চোখে জল দেখে আমি অন শট কেঁদে ফেলেছিলাম। স্বস্তিকা তো চুপ হয়ে গিয়েছিল। ১০ মিটার দূরত্বে থেকেও দেবের আবেগ আমায় ছুঁয়ে গিয়েছিল। আর ও একটা দুর্দান্ত সুইচ অন, সুইচ অফ করেছে।'


আজ প্রকাশ্যে এসেছে 'টেক্কা'-র প্রথম ঝলক। সেখানে প্রথমেই বলা হচ্ছে, কলকাতার একটি নামি স্কুল থেকে একটি শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরীব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনোদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকার চরিত্র নিয়ে এই ঝলকে ধোঁয়াশা রয়েছে। তবে নিঃসন্দেহে তাঁর চরিত্রটিও যথেষ্ট আকর্ষণীয়। 


 






আরও পড়ুন: Dev and Rukmini: প্রেম নয়, এবার দেব বনাম রুক্মিণী.. কে কাকে দেবেন 'টেক্কা'?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।