তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি বুমেরাং (Boomerang)। জিৎ (Jeet)-এর বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন, প্রশংসা পেয়েছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কেবল বুমেরাং নয়, 'নটি বিনোদিনী' থেকে শুরু করে 'টেক্কা'.. রুক্মিণী একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তবুও সোশ্যাল মিডিয়ায়, যে কোনও ছবি ঘোষণার কমেন্ট বক্সে চোখে পড়ে, 'রুক্মিণী কাজ পাচ্ছে, দেবের প্রেমিকা বলেই'-এই ধরণের মন্তব্যের। এত বছর পরে, এই ধরণের মন্তব্য কতটা খারাপ লাগে? এবিপি লাইভের (ABP Live) সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুললেন রুক্মিণী মৈত্র স্বয়ং।
'দেবের জন্য কাজ পাচ্ছেন রুক্মিণী', এই মন্তব্য আঘাত করে নায়িকাকে? রুক্মিণী বলছেন, 'দর্শকেরা অনেক সময়েই তো বলেন জিৎ আর দেব নাকি একে অপরের বিরোধী। তাহলে আমি কীভাবে জিৎ আর দেবের ছবিতে একসঙ্গে কাজ করছি? আমি কেবল টলিউডে যে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছি তা নয়, মুম্বইতে গিয়েও মেনস্ট্রিম ছবিতে কাজ করে এলাম। আসলে যাঁরা এই ধরণের মন্তব্য করেন, দোষটা তাঁদের নয়। দোষটা আমাদেরও নয়। দোষটা আসলে সমাজের। আমরা এমন একটা পিতৃতান্ত্রিক সমাজে বসবাস করছি যে সবসময়েই আমাদের দাদু, বাবা, দাদার নাম দিয়ে চেনানো হয়। আমার দাদু বিচারক ছিলেন। ছোটবেলায় আমি দাদুর নাতনি বলেই পরিচিত ছিলাম। পরবর্তীকালে বাবা, তারপরে দিল্লি গিয়ে দাদা। সবসময়ে ওদের কাজ দিয়ে আমারও পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। এখন ছবিটা বদলেছে। এখন আমার পরিবারের অনেককেই আমার নামে পরিচিত হন। যেমন রুক্মিণীর বাবা-মা-দাদা... এখন আমার কর্মই আমার পরিচিতি। এখন আবার এতটাই আমার নাম পরিচিত হয়ে গিয়েছে যে আমার মায়েরই মাঝে মাঝে গায়ে লাগে। আসলে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের সামনে আমি যতই 'সনক', 'বুমেরাং', 'স্যুইটজারল্যান্ড', 'নটি বিনোদিনী'-র মতো ছবি রাখি না কেন, যাঁরা বলার তাঁরা বলবেনই আমি দেবের জন্য কাজ পাই। এটা নিয়ে আমি বেশি ভাবি না, নিজেকে দোষও দিই না। আমি বিশ্বাস করি, আমার কাজটাই আমার হয়ে উত্তর দিয়ে দেবে। ফলে চুপ থাকাটাই শ্রেয়'
আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার নতুন ইনিংস, মা হওয়ার পরে কলম ধরলেন ছোটদের জন্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।