নিউ ইয়র্ক: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) হইচই ফেলে দিয়েছেন সৌরভ নেত্রাভালকর (Saurabh Netravalkar)। আমেরিকাকে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে তোলার নেপথ্যে কারিগর সৌরভ। পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফরম্যান্স। ভারতকেও আমেরিকা যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল। যার নেপথ্যে জন্মগতভাবে মুম্বইয়ের ক্রিকেটার সৌরভ। যিনি প্রথম স্পেলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফিরিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।
ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে সৌরভের মুম্বই থেকে মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার খবর সকলের মুখে মুখে ফিরছে। তবে অনেকেই তাঁর স্ত্রী ও পরিবার সম্পর্কে অবগত নন।
সৌরভের স্ত্রী দেবী স্নিগ্ধা মুপ্পালা (Devi Snigdha Muppala)। তিনিও যথেষ্ট সফল। সৌরভ মুম্বইয়ের সর্দার পটেল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। তারপর আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স করেন। ক্রিকেট খেলার পাশাপাশি ইঞ্জিনিয়ার হিসাবে বিখ্যাত ওরাকল (Oracle) সংস্থায় কর্মরত তিনি।
সৌরভের মতোই তাঁর স্ত্রী দেবী স্নিগ্ধা মুপ্পালাও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। স্বামী সৌরভের মতোই তিনিও ওরাকল (Oracle) সংস্থাতেই কর্মরত। প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে। পাশাপাশি তিনি প্রশিক্ষিত কত্থক নাচিয়ে। তিনি বলিউড ঘরানার নাচের ক্লাস ও ফিটনেস ট্রেনিং করান মার্কিন মুলুকে।
সৌরভের মতো দেবী স্নিগ্ধারও জন্ম ভারতে। অন্ধ্র প্রদেশে। ২০২০ সালে সৌরভের সঙ্গে তাঁর বিয়ে। দুজনই ভালবাসেন বেড়াতে।
গোটা আমেরিকা জুড়ে নাচের অনুষ্ঠান করে থাকেন দেবী স্নিগ্ধা। সান ফ্রান্সিসকো ও ক্যালিফোর্নিয়া এলাকায় বলি এক্স নামে নাচ ও ফিটনেসের স্কুল চালান তিনি। আমেরিকায় জনপ্রিয় টেলিভিশন শো এবিসি-র শার্ক ট্যাঙ্ক অনুষ্ঠানে তাঁর বলি এক্স প্রতিষ্ঠানকেও দেখানো হয়েছিল।
দেবী স্নিগ্ধা মুপ্পালা নিজের নাচের স্কুলের ওয়েবসাইটে বলেছেন, 'নাচ শুধু আমার কাছে নেশা নয়, আরও বেশি কিছু। আমার কাছে নাচ হচ্ছে ধ্যান, নিজেকে ফিট রাখার উপায়, মন ভাল করার রাস্তা আর আমি যত বেশি সম্ভব সেই আনন্দ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি সম্প্রতি একটা দারুণ উক্তি শুনেছি। সেটা হল, নাচ নিজের শরীরের সক্ষমতা বোঝানোর এক ধরনের সেলিব্রেশন। আসুন আপনারাও আমার সঙ্গে যতরকমভাবে সম্ভব ঠুমকা, ভাংড়া নাচুন।'
আরও পড়ুন: রাঁচির বাগানবাড়িতে কুকুরদের জন্য ধোনির ব্যবস্থা জানলে অবাক হতেই হবে