কলকাতা: পায়ে পায়ে তিনি ইন্ডাস্ট্রিতে পার করে এসেছেন অনেকগুলো বছর। আজ.. পায়ে পায়ে ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৮ বছর। তাঁর কেরিয়ার শুরু মডেলিংয়ের হাত ধরে। আজই, প্রথম মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 


সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি 'টেক্কা' (Tekka)-র ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণী মৈত্র। আর আজ, সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। একটি রঙিন ও একটি সাদায়-কালোয়। যখন প্রথম মডেলিংয়ের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন তিনি, যখন তিনি স্কুলপড়ুয়া। বয়স ছিল মাত্র ১২ বছর। আর, প্রাপ্তবয়স্ক হল তাঁর কেরিয়ারের বয়স। 


রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে লিখেছেন, '২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি, ১৮ বছর আগে এই দিনটাতেই আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম মডেল হিসেবে। মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু করেছিলাম। কী অদ্ভুত একটা সফর ছিল। এত বছরে আমি যাঁদের যাঁদের সংস্পর্শে এসেছি, যাঁরা আমায় সমর্থন করেছেন, পাশে দাঁড়িয়েছেন, ভালবেসেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।'


সদ্য, বিদ্যুৎ জামওয়ালের একটি নতুন ছবির গানে অভিনয় করেছেন রুক্মিণী। সেই গান নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে রুক্মিণী বলেছিলেন, 'সনক-এ কাজ করার সময় থেকে বিদ্যুতের সঙ্গে একটা খুব ভাল বন্ধুত্ব তৈরি হয়েছিল। ও আমার পরিবারের মতোই হয়ে গিয়েছে। ও নতুন ছবি করছে, 'ক্র্যাক'। নিজের প্রযোজনাতেই। বিদ্যুতের সঙ্গে, নোরা ফতেহি (Nora Fatehi) রয়েছেন ছবিটায়। আমি অতিথি শিল্পী হিসেবে থাকব। বিদ্যুৎই জানিয়েছিল, একটা গান ও শ্যুট করতে চায় আমার সঙ্গে। না করিনি। বিদ্যুৎ অবশ্য দিন দুয়েকের সময় চেয়েছিল। আমার 'টেক্কা'-র শ্যুটিং চলছিল, ফলে মাত্র ১ বেলার ছুটি পেয়েছিলাম। তাতেই গানের শ্যুটিংটা শেষ করলাম। বলিউডের এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। সব মিলিয়ে মনে রাখার মতো একটা কাজ। বিদ্যুতের সঙ্গে কাজ করতে সবসময়েই ভাল লাগে।'