দার্জিলিং: শীতের মাঝেই বৃষ্টিতে বিরাম নেই উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। 

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪৯%
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫ %
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪১ %
    বাতাস: ৮ কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৬%
    বাতাস: ১০ কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৩ %
    বাতাস: ১১ কিমি/ঘণ্টা

    আবহাওয়ার আপডেট: শেষ বেলায় শীতের কামড়। শৈত্য প্রবাহের সতর্কতা রাজ্যের আট জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সর্তকতা। আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা।পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড় শৈত্য প্রবাহ বেশ কিছু অংশে।  

    সরস্বতী পুজোর আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কমে গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ। শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। আগামী দুদিন সকালে হালকা কুয়াশা থাকবে।

    আরও পড়ুন, ফের জ্বলল আগুন,আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি সন্দেশখালিতে

    বেলা বাড়লে পরিস্কার আকাশ। তবে সরস্বতী পুজোর আগে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে আবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতায় আরও কমল রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে শীতের আমেজ জোরালো। পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।