কলকাতা: রূপোলি পোশাকে 'মায়া' ছড়াচ্ছিলেন তিনি। পা রাখলেই তাঁকে ঘিরে ঝলকে উঠল ক্যামেরার ফ্ল্যাশ। তিনিও যথারীতি, বিখ্যাত টোল পড়া হাসিতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেলেন অবলীলায়। সিনেমার কথা, সাফল্যের কথা বারে বারেই উঠে এল তাঁর কথায়। তিনি পর্দার 'মায়া'। তিনি রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 'টেক্কা' সিনেমায় যাঁর অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছেন, সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে এসে তিনিও যেন ভাসছেন খুশিতেই। রুক্মিণীর কথা শেষ হতে না হতেই.. 'দেবদর্শন'। আগে থেকেই প্রেক্ষাগৃহে এসে অপেক্ষা করছিলেন দেব। রুক্মিণীর সঙ্গে কথা বললেন। উপস্থিত ছিলেন পর্দার বাকি অভিনেতা অভিনেত্রীরাও। কমলেশ্বর মজুমদার থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য্য, দর্শনা বণিক, সৌরভ চক্রবর্তী, সোহিনী সরকার, পার্নো মিত্র.. কে নেই বিশেষ স্ক্রিনিংয়ে! ফের একবার টলিউডের তারকাদের প্রশংসা কুড়িয়ে নিল, মন জয় করে নিল 'টেক্কা'। 


ছবিতে আলাদাভাবে প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়। এদিন তিনি বলছেন, 'আমরা সবসময় বলি, আমরা পুজো শেষ হওয়ার পরে পুজোকে অনুভব করি। দর্শক যে প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের সিনেমা দেখছেন, সেটাই তো আমাদের কাছে পুজোর মতোই। পঞ্চমীতে ছবিটা মুক্তি পেয়েছিল। ষষ্ঠী, সপ্তমীর মধ্য়েই 'টেক্কা' ব্লকবাস্টার। আমাদের বিজয়া তো আগেই শুভ হয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম মানুষের ভাল লাগবে। মানুষ ভালবেসেছেন। 'মায়া'-কে নিয়ে ভয় পেয়েছিলাম। কিন্তু যেভাবে মানুষ মায়াকে ভালবাসেছেন, হিরো বানিয়ে তুলেছেন তাতে আমি খুব খুশি। প্রশংসা পেলে, কেউ ভাল বললে সাহস বাড়ে আরও চ্যালেঞ্জ নেওয়ার। নতুন নতুন কাজ করার।'


এদিন রুক্মিণীর পাশে পাশেই উপস্থিত ছিলেন দেব। তিনি বলছেন, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই উদ্দেশ্য নিয়েই এসেছিল যে দর্শকদের নতুন নতুন গল্পের স্বাদ দেবে। এখানে প্রত্যেকটা গল্পই একে অন্যের থেকে আলাদা। আমরা টিম হিসেবে ভীষণ খুশি। আমরা দর্শককে ধন্যবাদ জানাব। এরপরে 'বিনোদিনী' আসবে। আমার অভিনয়ের জায়গায় ছিল কেবল একটা ছোট্ট ঘর। সেই অভিনয় মানুষ দেখেছেন, ভালবেসেছেন.. এর থেকে পাওনা আমাদের আর কিছুই নেই। দর্শকদের ভালবাসাই তো আমাদের পাথেয়, আমাদের সাহস। আশা করি দর্শকেরা আমাদের এভাবেই ভালবাসবেন, পাশে থাকবেন।'


আরও পড়ুন: Jaya Bachchan: মৃত্যুর খবর ভুয়ো, কেমন আছেন জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।