মুম্বই: বলিপাড়ায় তাঁদের প্রেমের গুঞ্জন বেশ অনেকদিন ধরেই। অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) ও অভিনেতা সিদ্ধার্থ (Siddharth) নাকি প্রেম করছেন (dating rumours)। আর সেই জল্পনা আরও উস্কে সম্প্রতি তাঁরা একটি নাচের ভিডিও পোস্ট করলেন একসঙ্গে। 


'ভাইরাল' অদিতি-সিদ্ধার্থের নাচ


সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং তামিল গান 'টাম টাম'। এই গানে রিল বানাননি বা নেচে পোস্ট করেননি এমন লোকসংখ্যা বোধ হয় নেহাতই কম। এবার সেই তালিকায় নাম লেখালেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থও। 'টাম টাম'-এর সুরে পা মেলালেন দুই তারকা। ইনস্টাগ্রামের এই রিল অনুরাগীদের উচ্ছ্বসিত করেছে। 


সোমবার এই রিল পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ডান্স মাঙ্কিজ় - দ্য রিল ডিল'। ভিডিওয় সিদ্ধার্থকে দেখা যাচ্ছে নীল টি-শার্ট ও ডেনিম পরে। অন্যদিকে অদিতি পরেছিলেন ফ্লোরাল কুর্তা ও শারারা প্যান্টস। অনুরাগীদের অত্যন্ত পছন্দ হয়েছে এই ভিডিও। সেখানে কমেন্ট করেছেন কঙ্কনা সেন শর্মা। 


 






প্রসঙ্গত, 'টাম টাম' একটি তামিল গান। অদিতি ভবরাজু, যামিনী তেজস্বিনী, শ্রী বর্ধিনির গাওয়া ও এস তমনের তৈরি ও রোশিনির লেখা।


সূত্রের খবর, সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ রোম্যান্টিক অ্যাকশন ছবি 'মহা সমুদ্রম'-এর সেটে। তারপর থেকেই নাকি ডেট করছেন তাঁরা। তবে জনসমক্ষে নিজেদের সম্পর্ক স্বীকারও যেমন করেননি, তেমনই অস্বীকারও করেননি। গত বছর চণ্ডীগড়ে, রাজকুমার রাও ও পত্রলেখার বিয়েতে হাজির হয়েছিলেন অদিতি ও সিদ্ধার্থ। এছাড়া গত বছর অদিতির জন্মদিনে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে সিদ্ধার্থ তাঁকে শুভেচ্ছা জানান।


কর্মক্ষেত্রে, অদিতি রাও হায়দারিকে এরপর দেখা যাবে সঞ্জয় লীলা বনশালীর বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ 'হীরামান্ডি'তে। সিরিজের প্রথম লুক এসেছে প্রকাশ্যে। এছাড়া এ আর রহমানের মিউজিক্যাল, সাইলেন্ট ছবি 'গান্ধী টকস'-এও দেখা যাবে তাঁকে। কিশোর পান্ডুরাং বেলেকর পরিচালিত এই ছবিতে দেখা যাবে বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী ও সিদ্ধার্থ যাদবকে। 


আরও পড়ুন: Ranbir Kapoor: কিশোর কুমারের বায়োপিকে চলছে কাজ? 'বয়কট বলিউড' ভিত্তিহীন, মন্তব্য রণবীরের


অন্যদিকে সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছিল ডিজনি প্লাস হটস্টারের 'এস্কেপ' ওয়েব সিরিজে। সিদ্ধার্থ কুমার তিওয়ারি পরিচালিত এই সিরিজে ছিলেন জাভেদ জাফরি ও শ্বেতা ত্রিপাঠী। এরপর তাঁকে দেখা যাবে তামিল অ্যাকশন ছবি 'ইন্ডিয়ান ২'। সেখানে তাঁর সঙ্গে দেখা যাবে কমল হাসান, গুলশন গ্রোভার, কাজল আগরওয়াল ও রকুলপ্রীত সিংহকে।