মুম্বই: শ্যুটিং শেষ হল অজয় দেবগণ (Ajay Devgn) ও বোমান ইরানির (Boman Irani) আগামী ছবি 'রানওয়ে ৩৪'-এর (Runway 34)। ছবির গোটা টিম একসঙ্গে একটি মজার ভিডিও করে 'র্যাপ আপ' (Wrap Up) ঘোষণা করেন এদিন। সেই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে একদিন একটি ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করেন অজয় দেবগণ। সেখানে অজয়ের সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেতা বোমান ইরানি ও ছবির গোটা টিম। সকলে মিলে একসঙ্গে সেখানে ছবির শ্যুটিং 'র্যাপ আপ' ঘোষণা করেন। আর তারপরই আজব কাণ্ড। হঠাৎ দেখা গেল সকলেই কামড় বসালেন আসল 'র্যাপ'-এ (Wrap)। আসলে একটি বিশেষ ধরনের খাবারের নাম 'র্যাপ'। সাধারণত সবজি, মেয়োনিজ বা চিজ, চিকেন ইত্যাদি দিয়ে সেটিকে রুটির মতো কিছু দিয়ে পাকিয়ে দেওয়া হয় অর্থাৎ 'র্যাপ' করে দেওয়া হয়। এই কারণেই ওই খাবারটিকে 'র্যাপ' বলে।
'আমরা ফ্লাইটের খাবারকে একটু বেশি সিরিয়াস নিয়েছি! "রানওয়ে ৩৪"- শ্যুটিং 'র্যাপ' হল। আপনাদের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে...'। এমনই ক্যাপশনে ভিডিও পোস্ট করেন অজয় দেবগণ। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহও (Rakul Singh)। তিনি যদিও এই 'র্যাপ আপ' ভিডিওয় উপস্থিত ছিলেন না। তাই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আমি 'র্যাপ'টা মিস করলাম! কিন্তু টিমের হয়ে প্লেন ধরে নিয়েছি যদিও।'
আরও পড়ুন: Bollywood Celebrities Update: করোনাকে দোষারোপ, হোম আইসোলেশনে বাচ্চাদের জন্য মনখারাপ করিনার
এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের আসনেও বসেছেন অজয় দেবগণ। 'রানওয়ে ৩৪' ছবিতে দেখা যাবে মেগাস্টার অমিতাভ বচ্চনকেও (Amitabh Bachchan)। এই ছবির হাত ধরেই বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন বিখ্যাত ইউটিউবার 'ক্যারিমিনাতি' (CarryMinati)। এই ছবির নাম প্রথমে ঠিক করা হয় 'মেডে'। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২২ সালে ২৯ এপ্রিল।