মুম্বই: বলিউড অভিনেতাদের একঝলক দেখার পাগলামি অনেকেরই থাকে। সেই পাগলামি মেটাতে, অনেকেই বাড়িতে কিছু না বলে মুম্বইয়ের ট্রেনে বসে পড়েন। এমনই এক কাণ্ড ঘটিয়েছে মধ্যপ্রদেশের এক কিশোরী। বাড়ি থেকে পালিয়ে সে চলে আসে মুম্বই। তারপর কিছু না ভেবে ভাইজান সলমন খানের বান্দ্রার বাড়ি, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাঁচিল টপকানোর মতো দুঃসাহসও দেখিয়েছে। যদিও তার স্বপ্নপূরণ হয়নি শেষপর্যন্ত। আপাতত পুলিশ তাকে একটি হোমে পাঠিয়েছে।
রবিবার ভোপালে নিজের বাড়িতে কাউকে কিছু না বলে মুম্বই চলে আসে ওই কিশোরী। মধ্যপ্রদেশ থেকে ট্রেনে চেপেই সে এসেছে তার স্বপ্নের পুরুষের সঙ্গে দেখা করতে।
প্রথমে অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে ওই কিশোরী। সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়। তারপর সে ফের পাঁচিল টপকানোর চেষ্টা করে। সেখানেই নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়, এবং বান্দ্রা পুলিশে খবর দেয়। নিজের সঙ্গে মেয়েটি আধার কার্ড রেখেছিল। সেই তথ্যের ভিত্তিতেই মেয়েটির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মেয়েটিকে একটি চিলড্রেনস হোমে পাঠিয়ে দেওয়া হয়। মেয়েটিকে নিতে মুম্বই আসছে কিশোরীর বাবা-মা।
সলমনের বাড়ির পাঁচিল টপকালো বাড়ি পালানো কিশোরী, তারপর কি হল জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2018 01:57 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -