রণবীরের সঙ্গে বিয়ের প্রস্তুতির মাঝে আচমকাই প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের কাছে ফিরলেন দীপিকা, কেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2018 12:02 PM (IST)
মুম্বই: সংবাদমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে টিনসেল টাউন বিরুষ্কার পর বলিউডের অন্যতম চর্চিত জুটি দীপ-বীর অর্থাত দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ে নিয়ে না না খবর। শোনা গিয়েছে এই বছরই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কোনও একদিন চার হাত এক করার ভাবনা, দুই তারকা অভিনেতার পরিবারের। বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন দীপিকা। দিন কয়েক আগে নিজের মা-বোনের সঙ্গে শপিং করেন দীপিকা। তারপর তাঁকে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গেও শপিং করতে দেখা গিয়েছে। তবে এই সবকিছুর মাঝে আচমকাই রণবীর কপূর, মানে অভিনেত্রীর প্রাক্তন-প্রেমিক তাঁর কাছে ফিরলেন দীপিকা। তবে কোনও ব্যক্তিগত কাজে নয়, একেবারেই পেশাগত কারণে। একসঙ্গে তিনটি ছবিতে কাজ করার পর, এবার মনীষ মালহোত্রার ফ্যাশন শোয়ে হাঁটতে দেখা যাবে দুজনকে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়া এক ফ্যাশন শোয়ে দুজনকে হাঁটতে দেখা যাবে একসঙ্গে। সেই খবর নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ফ্যাশন ডিজাইনার নিজেই। ২০১৫ সালে 'তমাশা' ছবিতে তাঁদের শেষবার একসঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করতে দেখা যায়। গতবার এই ফ্যাশন শোয়ে একসঙ্গে হেঁটেছিলেন শাহরুখ খান-অনুষ্কা শর্মা।