রঞ্জিত সাউ ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta)। পুলিশ সূত্রে খবর, গতকাল বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে খবর, রূপা দত্ত নামে ওই মহিলা নিজেকে বলিউড অভিনেত্রী বলে দাবি করেন।তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৬৫ হাজার টাকা। পুলিশের দাবি, অভিনেত্রী স্বীকার করেছেন, জনবহুল এলাকা ও হাইপ্রোফাইল অনুষ্ঠানে গিয়ে তিনি হাতসাফাই করতেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকার হিসেব লেখা ডায়েরি।


ধৃতকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। আজ কোর্টে ওই অভিনেত্রীকে পেশ করার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। ধৃত অভিনেত্রীর বক্তব্যেও সন্তুষ্ট নন বিচারক। প্রশ্ন-উত্তর পর্বে বিচারকের সামনে কেঁদে ফেললেন অভিনেত্রী রূপা দত্ত। তিনি আদালতে দাবি করেন তিনি নির্দোষ। রূপা বলেন, ‘আমি নির্দোষ, ঠান্ডা পানীয় খেয়ে ডাস্টবিনে ফেলেছিলাম। তখন একটা পড়ে থাকা ব্যাগ তুলেছিলাম, তখন পুলিশ গ্রেফতার করে।’ পাল্টা ধৃত অভিনেত্রীকে বিচারক বলেন, ‘এত বড় বড় জায়গায় অভিনয় করলেন, পড়ে থাকা ব্যাগ কেন তুললেন?’


আরও পড়ুন: বাংলাদেশেই মিমি, নুসরত, ধরা দিলেন না এক ফ্রেমে


গতকাল কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে যখন পুলিশকর্মীরা কালকে ডিউটি করছিলেন, সেই সময়ে তাঁরা দেখতে পান এক মহিলা কয়েকটি মানিব্যাগ নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সেই সময়ে তাঁকে দেখে সন্দেহ হয়, ও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। প্রশ্ন করা হয় কেন তিনি ওই মানিব্যাগগুলো ডাস্টবিনে ফেলছেন। এরপর সন্দেহ গাঢ় হলে তাঁকে আটক করা হয়। ওই ধৃতের কাছ থেকে এরপর নগদ ৬৫ হাজার টাকা ও বেশ কিছু মানিব্যাগ উদ্ধার করা হয়। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় ওই মহিলার নাম রূপা দত্ত। পুলিশের দাবি, নিজেকে তিনি বলিউডের অভিনেত্রী বলে দাবি করেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন মেলা বা ভিড় থেকে তিনি কেপমারি করতেন, মানিব্যাগ চুরিও করতেন।