কিভ: যতদিন যাচ্ছে আরও জটিল হচ্ছে রাশিয়া (russia) ইউক্রেন (ukraine) পরিস্থিতি। ইউক্রেনের একাধিক শহরে হামলা জোরদার করেছে রাশিয়ান বাহিনী। একের পর এক শহরে শুরু হয়েছে বিমানহানা (airstrike)। ইউক্রেনের লভিভ (lviv) শহরে হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরেই রয়েছে international Center for Peacekeeping and Security military training base. সেই সেনাঘাঁটিতেই হামলা চালানো হয়েছে দাবি ইউক্রেনের। পরপর আটটি মিসাইল ছুড়ে হামলা চালানো হয়। ওই হামলায় মৃত্যু হয়েছে ৯ জনের। জখম অন্তত ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 


এদিন পরিস্থিতি এমনই দাঁড়ায় যে ইউক্রেনের প্রায় সব শহরেই বেজেছে সাইরেন। এযার অ্যাটাক থেকে বাসিন্দাদের সতর্ক করতে টানা বাজানো হয়েছে সাইরেন। এদিন ইউক্রেনের একাধিক এয়ারবেসে টানা হামলা চালিয়েছে রাশিয়া। উত্তপ্ত ডনবাস এলাকাও। শরণার্থীদের নিয়ে যাওয়ার জন্য  ব্যবহৃত একটি ট্রেনে মিসাইল হামলা হয়। রাশিয়ার পক্ষে থেকেই হামলা হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের (ukraine)। ওই ঘটনায় মারা গিয়েছেন এক ট্রেনকর্মী। চেরনিহিভ (chernihiv) শহরের একাধিক বহুতলে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি। রবিবারেও রাশিয়ার হামলায় একাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের প্রশাসনের।   


এখনও পর্যন্ত মেলিটোপলের (melitopol) মেয়র ছাড়া পাননি। তার মধ্য়েও আরও এক শহরের মেয়রকে রাশিয়ার সেনা অপহরণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের। এরই মধ্যে ফের চোখ রাঙাচ্ছে রাসায়নিক অস্ত্র। ইউক্রেনের মাটিতে রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে রাশিয়া। আশঙ্কা প্রকাশ করেছেন ন্যাটো জেনারেল। এর আগেও জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিল রাশিয়া ও ইউক্রেন। পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি নিয়েই ইতিমধ্যেই ছড়িয়েছে উদ্বেগ। এবার রাসায়নিক অস্ত্র? কোথায় দাঁড়িয়ে পূর্ব ইউরোপের ভবিষ্যৎ?   


আরও পড়ুন:  ফের ২০০ মিলিয়ন ডলারের মার্কিন সাহায্য ইউক্রেনকে