কলকাতা: কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ফের টিম রূপম ইসলাম। বাড়িতে বসেই রূপম ইসলামের কনসার্টের আনন্দ উপভোগ করার সুযোগ দিচ্ছে  ইনসাইডার ডট ইন-এর ওয়েবসাইট। টিকিটের সমস্ত টাকা দান করা হবে কোভিড রিলিফ ফান্ডে।


আজ রাত সাড়ে আটটায় একক অনুষ্ঠানে থাকবেন রূপম ইসলাম। শোনাবেন দর্শকদের পছন্দের গান। রূপম বলছেন, 'যখন মুখোমুখি অনুষ্ঠান করার সুযোগ আসবে তখন অবশ্যই সবকিছু অন্যরকম হবে। কিন্তু এই সময়টা স্বাভাবিক নয়। আমরা কোভিডের সঙ্গে লড়াই করছি। তার ওপর ইয়াসের ধ্বংসলীলা। আমাদের ছেলে মেয়েরা সবাই কাজ করছে। এই পরিস্থিতিতে আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে তাঁদের সাহায্য করার সেই ভাবনা থেকেই একক অনুষ্ঠান রূপমের।' অনুষ্ঠানে পরিচিত গান ছাড়াও অনেক অপ্রকাশিত গানও থাকবে রূপমের। তবে এই অনুষ্ঠানের জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না রূপম। গোটা অনুষ্ঠানের সমস্ত টাকাই যাবে কোভিড রিলিফ ফান্ডে।


তবে এই প্রথম নয়, এর আগেও কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকেছেন রূপম। কোভিড আক্রান্ত পরিবার ও অসুস্থ মানুষদের বাড়িতে প্রয়োজনীয় খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তাঁর টিম। রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত এবিপি লাইভকে বলেছিলেন, 'সম্প্রতি আমার এক বন্ধুর পরিবার করোনা আক্রান্ত হয়েছিল। সেই সময় তাঁদের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিল আমাদের ‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’-এর ছেলেমেয়েরা। তখনই বুঝতে পারি এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি মানুষের পাশে দাঁড়ানো। মাথায় আসে, এই সাহায্যটাকে যদি বৃহত্তর স্বার্থে কাজে লাগানো যায়।' রূপসা যোগ করেন, 'এই পরিস্থিতিতে খুব জরুরি বেড আর অক্সিজেন। কিন্তু আমরা সরাসরি সেই ব্যবস্থাটা করতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রচুর নম্বর শেয়ার হচ্ছে। কিন্তু অনেকসময়ই সেখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা তাই একটা ফরম্যাট করে দিয়েছি। প্রয়োজনীয় তথ্য আমাদের জানালে আমরাই ফোনে যোগাযোগ করে ব্যবস্থা করছি। একটা হোয়াটঅ্য়াপ গ্রুপ খোলা হয়েছে। সেখানে মানুষের দেওয়া তথ্য শেয়ার করে আমরা জেনে নিচ্ছি ওই এলাকায় আমাদের কোন প্রতিনিধি রয়েছেন।'


‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’-এর টিম এখনও এই পরিষেবা চালিয়ে যাচ্ছে। এরমধ্যেই অনলাইন কনসার্টের আয়োজন করে ফের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রূপম।