কলকাতা: পুজোর সময় নতুন গান, অনুরাগীদের নতুন উপহার সঙ্গীতশিল্পী রূপম ইসলামের (Rupam Islam)। নতুন এই গানের নাম, 'নৌকা-বিলাসী' (Nouka Bilashi)। রূপম ইসলাম তাঁর নিজস্ব রকের ধারা বজায় রেখেছেন এই গানে। আশা অডিওর তরফ থেকে মুক্তি পেয়েছে এই গান। 'নৌকা বিলাসী'-অ্যালবামটি কম্পোজ করেছেন শিলাদিত্য-সোম জুটি। অন্ধকার সময় ও স্বাধীনতাই এই গানের মূল বার্তা,  যা জীবন্ত হয়ে উঠেছে রূপমের কণ্ঠে আর সোহম মজুমদারের কথায়। গানে গিটার বাজিয়েছেন অমিত দত্ত। অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন।


এই অ্যালবাম সম্পর্কে রূপম ইসলাম বলেছেন, 'অনেক গুণী সঙ্গীতশিল্পী একসঙ্গে কাজ করেছেন এই অ্যালবামে। তবেই তৈরি হয়েছে নৌকা-বিলাসী। সবার খাটনির ফলে যে অডিও এবং ভিডিও তৈরি হয়েছে, তাতে আমি ভীষণ খুশি। আশা অডিওর সঙ্গে কাজ করার আমার অনেক মধুর স্মৃতি রয়েছে। আমার নিজের খুব মনের কাছের কাজ এটা। এবার দর্শকদের কেমন লাগে এই কাজ, সেটা জানার অপেক্ষায়।'


শিলাদিত্য-সোম জুটি জানিয়েছেন, এই গানটি কম্পোজ করার সময় তাঁরা মাথায় রেখেছিলেন রূপম ইসলামের অনুরাগীদের কথা, তাঁদের চাহিদার কথা। মানুষের মনের যে অন্ধকার দিক, সেখান থেকে তাঁর যে আলোর দিকে যাত্রা, সেই গল্পকেই তুলে ধরা হয়েছে এই অ্যালবাম জুড়ে। গানের প্রত্যেকটা লাইন যেন এমন কিছু কথা বলে গিয়েছে যা সহজে বলতে পারে না মানুষ, ভয় পায়। দুঃখ, কষ্ট, হারিয়ে ফেলার ভয়.. এই সমস্ত কিছু মিলিয়ে এমন এক অ্যালবাম তৈরি করার চেষ্টা করা হয়েছে যার সঙ্গে প্রত্যেকটা মানুষ সহজেই মিলিয়ে ফেলতে পারে নিজেদের।


ইতিমধ্যেই ইউটিউবে আশা অডিওর মিউজিক চ্যানেলে মুক্তি পেয়ে গিয়েছে এই গান। দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে গান, ট্রেন্ড করছে ইউটিউবেও। গানের সাফল্যে খুশি এই অ্যালবামের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরাও।


 






আরও পড়ুন: Dev on Ghatal: 'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না', বড় ঘোষণা দেবের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।