চেন্নাই: নিজের ঘরের মাঠে অনবদ্য পারফরম্যান্স। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম  টেস্টের (IND vs BAN 1st Test) প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট। অলরাউন্ডার আর অশ্বিনে (R Ashwin) মুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। তাও নিজের সতীর্থ রীবন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) হিংসে করেন অশ্বিন!


একদা দলে কে জায়গা পাবে, সেই নিয়ে দুইজনের মধ্যে লড়াই চলত। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়া এখনও এক স্পিনার খেলালে সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তবে চিপকে প্রথম টেস্টে অশ্বিন-জাডেজার ১৯৯ রানের অনবদ্য পার্টনারশিপই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১১৩ রান ও ছয় উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন অশ্বিন। তাও ম্যাচ শেষে অশ্বিনের দাবি, 'মাঠের মধ্যে জাডেজা আগুন। রকেট ও। আমি ওকে হিংসে করি, তবে তার পাশাপাশি আমি ওর দক্ষতায় মুগ্ধও বটে। বিগত চার বছরে এই মুগ্ধতাটা যেন আগের থেকেও অনেক বেশি বেড়ে গিয়েছে।'


জাডেজার সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কি কোনদিন চিন্তাভাবনা করেছেন অশ্বিন? এই বিষয়ে সোজাসাপ্টা অশ্বিন। তিনি স্পষ্ট জানান যে প্রতিদ্বন্দ্বিতা শুধু এখন নয়, ক্রিকেটের ইতিহাসে এমনটা বরাবরই হয়ে এসেছে। কিন্তু তার পাশাপাশি পারস্পরিক সম্মানটাও দিন প্রতিদিন বাড়ে। 'অনেক সময় সতীর্থদের সঙ্গে যখন প্রতিযোগিতা হয়, তখন তো আমরা সবাই একে অপরকে পিছনে ফেলতে চেষ্টা করি। এটা অনেকটা ওই ভাইয়েদের একসঙ্গে বেড়ে ওঠার মতো। কিন্তু দিন যত এগোয় ততই একে অপরের প্রতি সম্মানটা বাড়ে। বর্তমানে সেটা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। কারণ আমি জানি যে আমি যাই করি, কোনদিনই আমি জাডেজাকে হারাতে পারব না। তাই নিজে যা করতে পারি, সেই নিয়েই আমি সন্তুষ্ট। তবে ও যা করে, তা আমায় উদ্বুদ্ধ করে।' 


চেন্নাইয়ে অশ্বিনের পাশাপাশি জাডেজাও কিন্তু ব্যাটে বলে বেশ নজর কাড়েন। প্রথম ইনিংসে তিনি ৮৬ রান করেন। আর দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি উইকেট নেন। অশ্বিন ও জাডেজার একে অপরকে ছাপিয়ে যাওয়ার এই বন্ধুত্বপূর্ণ লড়াই কিন্তু আদপে ভারতীয় ক্রিকেটের জন্য ভাল খবরই। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইবেন যাতে এই লড়াইটা চলতে থাকে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দলের হয়ে ব্যাট হাতে শিরোনাম কেড়েছেন দুই তরুণ, গিল, পন্থকে দরাজ সার্টিফিকেট সচিনের