কলকাতা: নতুন জীবন শুরু করেছেন তাঁরা, পা রেখেছেন নতুন অধ্যায়ে। সাত পাকে বাঁধা পড়েছেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও রাতুল মুখোপাধ্যায়। বিয়ের পরে প্রথম ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। লাল পোশাকের রং-মিলান্তিতে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। গলায় মঙ্গলসূত্র, গয়নায় রূপাঞ্জনার নববধূ বেশ দেখে সোশ্যাল মিডিয়ায় ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা।
লাল শাড়িতে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি দাঁড়িয়ে তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন রূপাঞ্জনা। লিখেছেন, 'নতুন জীবন শুরুর পথে। এই যে আমাদের নতুন জীবন.. দেখতে যেমন লাগে।' রাতুলের সঙ্গে দীর্ঘদিনের প্রেম রূপাঞ্জনার। বিবাহবিচ্ছেদের পরে সন্তানের জন্ম হয়েছিল অভিনেত্রীর। জীবনের সমস্ত কঠিন সময়েই তিনি পাশে পেয়েছিলেন বন্ধু রাতুলকে। অভিনয়ের সূত্র ধরেই তাঁদের আলাপ। অবশেষে দীর্ঘ প্রেম পরিণতি পেল আইনি সম্পর্কে।
রূপাঞ্জনার দ্বিতীয় বিয়ে এটি। এর আগে আরও একটি বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। ভিন্ন ধর্মে। তবে সেই সম্পর্ক টেঁকেনি। কে ছিলেন জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র লাবণ্যর প্রথম স্বামী? জানা যায়, রূপাঞ্জনার প্রথম স্বামীর নাম ছিল রেজ়াউল হক। প্রেম করেই তাঁকে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। সেই বিয়েতে নাকি মত ছিল না বাড়ির কারও। কিন্তু ২০০৭ সালে রেজ়াউলের সঙ্গে বিয়ে করে সংসার পাতেন রূপাঞ্জনা।
একসময়ে ইন্ডাস্ট্রিতে চর্চিত ছিল রেজ়াউল রূপাঞ্জনার সম্পর্ক। অভিনেত্রী বলতেন, রেজ়াউলই তাঁর শক্তি। তবে দীর্ঘস্থায়ী হয়নি রূপাঞ্জনা ও রেজ়াউলের সম্পর্ক ও বিবাহ। রূপাঞ্জনা অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই রেজ়াউলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। বিয়ের পরে ধর্ম পরিবর্তন করেননি রূপাঞ্জনা, মেনে চলতেন হিন্দু ধর্মের সমস্ত রীতিনীতিই। অবশেষে, ১০ বছর পরে, ২০২৭ সালে রূপাঞ্জনা ও রেজ়াউলের আইনি বিচ্ছেদ হয়ে যায়। রূপাঞ্জনার সেই সম্পর্ক এখন অতীত। এখন রাতুলের সঙ্গেই নতুন সংসার, নতুন জীবন তাঁর। ছেলে রিয়ানও থাকে রূপাঞ্জনার সঙ্গেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।