কলকাতা: কিছুদিন আগেই যে ফেসবুক প্রোফাইল ভরে গিয়েছিল কটুক্তিতে, আজ সেখানে পিনড পোস্টে ঝলমল করছে মনখারাপ করা রবীন্দ্রসঙ্গীত। 'দিনের শেষে ঘুমের দেশে' আর সেই গানই যেন মন গলিয়ে দিল অনুরাগীদের একাংশের। রবীন্দ্রসঙ্গীতের মায়া নাকি রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) গলার ম্যাজিক?


সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি নতুন গান পোস্ট করেছেন তিনি। 'দিনের শেষে ঘুমের দেশে'। সেই গানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষদের, কখনও তাঁরা নিজেদের নিয়ে মেতে আছেন, আবার কখনও বয়সকে তুচ্ছ করে খোলা আকাশের নিচে মেতেছেন নাচের ছন্দে। রূপঙ্করের সেই ভিডিওতে হাজির হয়েছেন গায়ক স্বয়ংও। সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করের কমেন্টবক্স ভরছে প্রশংসায়। অভিনেতা সুজয়প্রসাদও প্রশংসা করেছেন তাঁর গানের।


কেকের মৃত্যুর দিন ও তাঁর ফেসবুক লাইভের একটি বিতর্কিত বক্তব্য কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় তাঁকেই যেন মৃত্যুর জন্য কাঠগড়ায় তুলেছিল জনতা। সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য থেকে শুরু করে বাড়িতে খুনের হুমকি পর্যন্ত পৌঁছে গিয়েছিল গায়কের। পরিস্থিতি এমনই যে তাঁকে বাড়ির সামনে পুলিশ প্রহরা বসাতে হয়েছিল। 


আরও পড়ুন: Fathers' Day: ফাদার্স ডে-তে ছোটবেলার ছবি পোস্ট, টলিউডের এই অভিনেত্রীকে চিনতে পারছেন?


তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রূপঙ্কর। একাধিক সংস্থা তাঁর গানের চুক্তি বাতিল করলেও নতুন চুক্তিও পাচ্ছেন তিনি। 'হু ইজ কে কে', এই মন্তব্য সম্প্রতি তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। যেদিন কলকাতায় কে কে-র শো ছিল, সেদিন সকালেই ফেসবুক লাইভে এই মন্তব্য করেছিলেন তিনি। এরপর নজরুল মঞ্চের সেই বাঁধনভাঙা ভিড়, অসুস্থ হয়ে কেকে-র মৃত্যুর ঘটনা অজানা নয় কারও। রূপঙ্করের ফেসবুক লাইভ আর কেকে-র মৃত্যুর দিন কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছিল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করা শুরু হয় রুপঙ্করকে। কেকে-র মৃত্যুর জন্য কার্যত দায়ী করা হয় তাঁকেই। এরপর সাংবাদিক সম্মেলন করে রূপঙ্কর ক্ষমা চাইলেও অবস্থার তেমন উন্নতি হয়নি।


এমনকি দর্শকদের ভাবাবেগের কথা মাথায় রেখে একাধিক বিপণী সংস্থা রুপঙ্করের গানের চুক্তি বাতিল করেছেন। সঙ্গীতশিল্পীর হাতছাড়া হয়েছে ছবির কাজও। এই পরিস্থিতিতে রূপঙ্করের পাশে দাঁড়িয়েছিলেন প্রযোজক রানা সরকার। তাঁর হাত ধরেই নতুন গানের অ্য়ালবাম আসতে চলেছে রূপঙ্করের। তবে এই গান সেই অ্য়ালবামেরই অঙ্ক কি না তা খোলসা করেননি রূপঙ্কর।