কলকাতা: নববর্ষের পরের দিনই প্রকাশ্য়ে আনলেন একরত্তি সন্তানকে। সদ্যই মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বাবা হয়েছেন সায়নদীপ সরকার। নববর্ষের পরেরদিন একরত্তি ছেলে অগ্নিদেবের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা। আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই সকলে ভালবাসায় ভরিয়েছেন ছোট্ট ছেলেকে। তার পরণে পাড় দেওয়া ধুতি ও একই প্রিন্টের পাঞ্জাবি। দোলনায় বসে একরত্তির মুখে খুব হাসি। সোশ্যাল মিডিয়ায় সবাই রূপসাকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
সদ্য সোশ্যাল মিডিয়ায় অভিনব উপায়ে ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন রূপসা ও সায়নদীপ। রূপসা সদ্যই শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে রূপসাদের ফ্ল্যাটের দরজা। সেখানে দেখা যাচ্ছে, প্রত্যেকের নাম লেখা। তবে একটি নাম সাদা কাগজ দিয়ে আড়াল করা। সেই কাগজে প্রদীপ দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন রূপসা। কাগজটা পুড়ে যাওয়ায় বেরিয়ে আসছে আড়ালে থাকা নামটা। অগ্নিদেব সরকার। অর্থাৎ রূপসা ও সায়নদীপ তাঁদের ছেলের ভাল নাম রেখেছেন অগ্নিদেব। সেই নামই প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।
বিয়ের ১ মাসের মধ্যেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন রূপসা। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছিল। কেন বিয়ের ১ মাসের মধ্য়েই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করলেন তিনি? সেই সময়ে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রূপসা বলেছিলেন, 'আমরা যাঁরা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের বোধহয় কিছুতেই আর কিছু যায় আসে না। লোকের কাজ বিভিন্ন মন্তব্য করা.. তাঁরা করবেনই। সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে আমাদের আদৌ কি কোনও লাভ রয়েছে? আমার সামনে এখন অনেক বড় দায়িত্ব। একটা এত বড় কাজ কাটল.. আমার বিয়ে। তারপরেই সন্তান আসার খবর। আমার সামনে একটা উজ্জ্বল সফর পড়ে। সেটা নিয়ে ভাবব না এই সব ফালতু কথা নিয়ে ভাবব! লোকে কি বলল এটা আমি কোনোদিনও ভাবিনি। তবে সদ্য বেশ কিছু মন্তব্য পড়ে আমি আর আমার বর (সায়নদীপ সরকার) খুব হাসাহাসি করেছি। ইচ্ছা আছে এই সমস্ত কমেন্টসগুলো পড়ে একটা ভিডিও বানাব। আসলে কে কী বলবেন তার ওপর তো আমরা লাগাম টানতে পারি না। তাঁরাও স্বাধীন। তাঁদের ইচ্ছে তাঁরা বলছেন, আমার ইচ্ছে আমি শুনব না। কে কি করতে পারে তাই নিয়ে?'