নয়াদিল্লি: রাশিয়ায় (Russia) নিজেদের পরিষেবা স্থগিত করল আরও এক সংস্থা। জনপ্রিয় টেক কোম্পানি 'টিকটক' (TikTok) রবিবার জানিয়েছে যে রাশিয়ায় তারা তাদের 'লাইভস্ট্রিমিং' (LiveStreaming) ও নতুন কনটেন্ট আপলোড (Content Uploading) করা স্থগিত করছে। অন্যান্য একাধিক সংস্থার সঙ্গে জুড়ল 'টিকটক'-এর নামও।
চিনা কোম্পানি 'বাইটড্যান্স'-এর মালিকানাধীন 'টিকটক', বলেছে যে 'ভুয়া খবর' সম্পর্কে রাশিয়ার নতুন আইন পর্যালোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের ধারণা এই আইনটি এমন মিডিয়া সংস্থাগুলিকে লক্ষ্য করে তৈরি বলে মনে হচ্ছে যেগুলি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে ক্রেমলিনের সঙ্গে সহমত নয়।
একটি বার্তা প্রকাশ করে 'টিকটক'। সেখানে বলা আছে, 'আমাদের কর্মীদের এবং আমাদের ব্যবহারকারীদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার পায়, এবং রাশিয়ার নতুন 'ভুয়া খবর' আইনের ভিত্তিতে, রাশিয়ায় আমাদের ভিডিও পরিষেবার লাইভস্ট্রিমিং এবং নতুন কনটেন্ট স্থগিত করা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। এই স্থগিতাদেশ বলবৎ থাকবে যতদিন না আমরা এই আইনের নিরাপত্তার প্রভাব পর্যালোচনা করছি।
ইউক্রেনে আটকে পড়া বহু মানুষ 'টিকটক'-এ সে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছে ভিডিওর মাধ্যমে। সংস্থাকে রীতিমতো এত সংখ্যক ভিডিও যাচাই করতে হিমশিম খেতে হয়েছে। কিছু ভিডিওয় রাস্তায় যুদ্ধ চলছে সেই দৃশ্যও দেখা যায়, এবং সেগুলো যাচাই করা হয়নি। এর ফলে খবর ছড়ায় যে 'টিকটক' আক্রমণ সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে।'
আরও পড়ুন: Netflix Ban in Russia: রাশিয়ায় পরিষেবা স্থগিত করল নেটফ্লিক্স
এক প্রতিবেদন অনুযায়ী, হ্যাশট্যাগ 'ইউক্রেন ওয়ার' লেখা ভিডিও এই প্ল্যাটফর্মে প্রায় ৫০০ মিলিয়ন ভিউ ছুঁয়েছে। 'টিকটক' গত সপ্তাহে বলেছিল যে এটি যুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর বিষয়বস্তুর নিরীক্ষণের জন্য আরও নজর দিচ্ছে।