কলকাতা: দীর্ঘ ৩ বছর ধরে চলা ধারাবাহিক ইতি টেনেছে। শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এর শ্যুটিং। এখন আর সাধক বামাক্ষ্যাপা নয়, তাঁর একমাত্র পরিচয় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury )। শ্যুটিংয়ের শেষ দিনে সেট থেকে কুড়িয়ে, জমিয়ে নিয়ে এলেন টুকরো টুকরো স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় কলম ধরে ফেলে আসা ৩ বছরকে এক ঝলকে যেন ফিরে দেখলেন সব্যসাচী। 


সোশ্যাল মিডিয়ায় একটি মা তারার ছবি, লাল বসন আর ত্রিশূলের ছবি আপলোড করেন সব্যসাচী। সঙ্গে লেখেন, 'আজ মহাপীঠ তারাপীঠের শুটিং শেষ করলাম। অন্যদিন লিখতে বসলেই লেখাটা চিউইং গামের মতন লম্বা হতেই থাকে। আর আজ আমি যাই লিখছি তাতেই ব্যাকস্পেস টিপছি। শব্দভাণ্ডারে যেন ছাতা পড়েছে, নিজেকে বড় অশিক্ষিত বোধ হচ্ছে। মণিকোঠায় মণি থাকে না, কিছু কুড়ানো স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে থাকে মাত্র। আজ যে যেমন পেরেছে কুড়িয়েছে। এই তিন বছর ধরে আমি একটা কালো রঙের ভাঙ্গা কাপে চা খেতাম, আমাদের যিনি চা দিতেন সেই পিন্টুদা আমার ভাঙ্গা কাপটা সযত্নে নিজের বাড়ি নিয়ে গেছেন। সহপরিচালক বিপাশা আমার হাতের রুদ্রাক্ষের মালা নিয়ে গেছে ঠাকুরের সামনে রাখবে বলে। কেউ মায়ের ফুল নিয়ে গেছে আর কেউ বা মন্দিরের প্রদীপ। আমি পেয়েছি আমার এতদিনের সঙ্গী রক্তবস্ত্র এবং ত্রিশূল, সাথে বড়মার এই ছবিটি। আমার বেলুড়ের বাড়ির ছোট্ট ঠাকুর ঘরে আমার পাম্মার জিম্মায় ওরা থাকবে। তাদের যথাযথ মর্যাদা পাম্মার কাছেই পাবে বলে আমার ধারণা। কারণ কাল থেকে আমি শুধুই সব্যসাচী।বিদায় তারাপীঠ।' (অপরিবর্তিত)


আরও পড়ুন:Super Singer: গানের মঞ্চে ম্যাজিকের ছোঁয়া, সঙ্গী মহালক্ষ্মী আইয়ার


বামদেবের চরিত্রে অভিনয় কী কী বদল এনেছিল ব্যক্তি সব্যসাচীর জীবনে? অভিনেতা বলছেন, 'প্রত্যেক চরিত্রেরই একটা মানসিক প্রস্তুতি থাকে। বামদেবের চরিত্রে অভিনয় করতে গিয়েও মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল আমায়। সেইসঙ্গে আমি ৩ বছর চুল দাড়ি কাটিনি। অবিন্যস্ত ভাবেই চুল দাড়ি বাড়তে দিয়েছি, চরিত্রের জন্য ঠিক যেমনটা প্রয়োজন ছিল। ওজনও বাড়াতে হয়েছে বেশ কিছুটা। সাধারণ কথাবার্তা মাঝে মাঝেই বামদেবের মত করে বলে ফেলি। ধারাবাহিক শেষ হলে এই অভ্যাসগুলো থেকে বেরতে সময় লেগে যাবে কিছুটা।' শ্যুটিং শেষ হওয়ার পর বামাক্ষ্যাপার চরিত্র থেকে বেরিয়ে আসতে কী ছোটপর্দা থেকে বিরতি নেবেন তিনি? সব্যসাচী বললেন, 'আমি ছোটপর্দা, বড়পর্দা বা ওটিটিকে আলাদা করতে বিশ্বাসী নই। আমার কাছে সবই অভিনয়ের এক একটা মাধ্যম। তবে আমার নিজের বামদেবের চরিত্রটা থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। আমি বিশ্বাস করি দর্শকেরও একটু সময় লাগবে আমায় অন্য চরিত্রে দেখতে। কিছু কাজের কথা হলেও এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। একটু বিরতি নিয়ে ফের নতুন চরিত্রে ফেরার ইচ্ছা আছে।'