মুম্বই: কেরিয়ারের দীর্ঘ সময়ে তাঁর ও সচিন তেন্ডুলকরের মধ্যে কে বড় ক্রিকেটার তা নিয়ে বিভিন্ন আলোচনা, সমালোচনা উঠে এসেছে। বিরাট কোহলির ধারাবাহিকতা, তাঁর তিন ফর্ম্যাটেই অসংখ্য রান ২ প্রজন্মের ক্রিকেটারের মধ্যে তুলনার জায়গা তৈরি করে দিয়েছে। বিরাট নিজে এই বিষয়টি না মানলেও তাঁর সমর্থকরাই তাঁকে কখনও কখনও সচিন তেন্ডুলকরের থেকেও উঁচু আসনে বসিয়ে দিয়েছেন। এই নিয়ে কোনওদিনই কােনও মন্তব্য করতে রাজি হননি সচিন তেন্ডুলকর। কিন্তু এবার তিনি মুখ খুললেন।


বিরাট এর আগে বারবার বলেছিলেন যে সচিনকে দেখেই তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন। কিন্তু যখনই প্রাক্তন ভারত অধিনায়ক সচিনের কোনও রেকর্ড ভেঙে দেন, তখনই তুলনা চলে আসে কে সেরা। সচিন এই প্রসঙ্গে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, ''আমি আর বিরাট একই দলে দীর্ঘ সময় খেলিনি। কিন্তু কেমন হত যদি এই ভারতীয় দলে আমি ও বিরাট একসঙ্গে থাকতাম।'' কে সেরা? এই প্রশ্নটা যেন সযত্নে এড়িয়ে গেলেন মাস্টার ব্লাস্টার। 


এর আগে এই প্রসঙ্গে প্রশ্ন ওঠায় বিরাট জানিয়েছিলেন, ''আমি তাঁদের মধ্যে তুলনা করতে পারেন, যাঁদের মধ্যে করা সম্ভব। আপনি এমন একজনকে নিয়ে তুলনা করছেন যাঁকে দেখে আমি খেলা শুরু করেছিলাম। স্কিলের দিক থেকেও যদি তুলনা করতে যাই, তাতেও ওঁনার ধারেকাছে আসতে পারব না আমি। সচিন একজন কমপ্লিট ব্যাটার। তাহলে কীভাবে তুলনা আসে? এটা কখনওই করা উচিত নয়। উনি যা করেছেন, তার পর এই সব প্রশ্ন ওঠাই উচিত নয়।''


সাম্প্রতিক সময়ে বিরাটের পারফরম্যান্স একদমই ভাল নয়। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি নেই তাঁর। সেই বছরের আগস্টের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে কোনও শতরান নেই। দক্ষিণ আফ্রিকা সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও রান পাননি। কবে সেঞ্চুরি আসবে বিরাটের ব্যাটে, সেই অপেক্ষাতেই আসমুদ্র হিমাচল।