মুম্বই: গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। এবার পাপারাৎজিদের ক্যামেরাবন্দি ভিডিওয় নিশ্চিত হলেন অনুরাগীরা। মাত্র কয়েকদিন বাকি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের। ফলে প্রস্তুতিও তুঙ্গে। রণবীরের বাড়ি এসে পৌঁছল বিয়ের পোশাক। সোজা একেবারে সব্যসাচীর (Sabyasachi's) থেকে।


বিয়ের পোশাক এসে পৌঁছল


সোমবার রণবীরের বাড়ির বাইরে একটি গাড়িতে ভর্তি সব্যসাচীর ডিজাইন করা পোশাক দেখতে পাওয়া যায়। মনে করা হচ্ছে তা এসেছে বর ও কনের জন্যই।


আগেই শোনা গিয়েছিল, অন্যান্য তারকা কনেদের মতোই আলিয়াও বিশেষ দিনে সাজবেন সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi) ডিজাইন করা লেহঙ্গায়। ফলে এদিন তাঁদের বাড়ির সামনে সব্যসাচীর লেবেল সেই জল্পনাই উস্কে দেয়। 




রণবীর-আলিয়ার বিয়ে


সূত্রের খবর, রণবীর কপূর ও আলিয়া ভট্ট বিয়ে সারবেন আরকে হাউজে, চার দিন ব্যপী অনুষ্ঠানে। ১৩ এপ্রিল থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রথমে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১৪ এপ্রিল সঙ্গীত ও ১৫ তারিখে বিয়ে হবে বলে জানা যাচ্ছে। 


শোনা যাচ্ছে, ১৭ এপ্রিল বড় করে রিসেপশন পার্টিরও ব্যবস্থা করা হয়েছে। 


আরও পড়ুন: AR Rahman Update: 'এখন আমাদের একত্রিত হওয়া উচিত,' উত্তর ও দক্ষিণ ভারত দ্বন্দ্বে মত এ আর রহমানের


বিয়ের নিরাপত্তা প্রসঙ্গে রাহুল ভট্ট


সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট জানান, হাই ভোল্টেজ এই বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা প্রয়োজন। তাই মুম্বইয়ের সেরা সিকিউরিটি কোম্পানি থেকে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয়েছে। তিনি জানাচ্ছেন, যেহেতু রণবীর-আলিয়ার বিয়ের দিকেই এখন সমস্ত নজর রয়েছে। সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই এই বিয়েকে কেন্দ্র করে উত্তেজিত। তাই নিরাপত্তাও কড়া হওয়া প্রয়োজন। সেই কারণেই ২০০ বাউন্সারকে বিয়ের দিন নিয়োগ করা হচ্ছে। এছাড়াও সমস্তরকম নিরাপত্তার জন্য মুম্বইয়ের সেরা সিরিউরিটি ফোর্স যার নাম ৯/১১ এজেন্সি, সেখান থেকে রণবীর-আলিয়ার বিয়েতে নিরাপত্তারক্ষীরা থাকতে চলেছেন। নিরাপত্তারক্ষীরা আরকে স্টুডিও ছাড়াও রণবীর-আলিয়ার নতুন বাড়িতেও মোতায়েন থাকবেন।