মুম্বই: সচিন তেন্ডুলকরের ওপর ডকু-ড্রামা সচিন: আ বিলিয়ন ড্রিমস বক্স অফিসে প্রথম দিনেই ৮.৬ কোটি টাকার ব্যবসা করেছে।
গোটা দেশের ২,৪৫০টি পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি, হিন্দি, মরাঠি, তামিল, তেলেগু ও ইংরেজিতে।
ছবির পরিবেশক অনিল থাডানি বলেছেন, যেভাবে সচিনের বায়োপিক ব্যবসা করছে তাতে তাঁরা খুশি। সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স- দুজায়গাতেই দর্শকের উৎসাহ দেখা যাচ্ছে ছবিটি ঘিরে।
যদিও সব জায়গাতেই যে তা হাউসফুল হচ্ছে, এমনটা নয়।
জেমস এর্সকাইন পরিচালিত সচিন: আ বিলিয়ন ড্রিমস প্রযোজনা করেছেন রবি ভাগচন্দানি। ক্রিকেট মাঠে সচিনের অসামান্য সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ধরা পড়েছে ছবিটিতে।
প্রথম দিনেই ৮.৬ কোটির ব্যবসা করল সচিনের বায়োপিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2017 04:54 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -