মুম্বই: সচিন তেন্ডুলকরের ওপর ডকু-ড্রামা সচিন: আ বিলিয়ন ড্রিমস বক্স অফিসে প্রথম দিনেই ৮.৬ কোটি টাকার ব্যবসা করেছে।

গোটা দেশের ২,৪৫০টি পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি, হিন্দি, মরাঠি, তামিল, তেলেগু ও ইংরেজিতে।

ছবির পরিবেশক অনিল থাডানি বলেছেন, যেভাবে সচিনের বায়োপিক ব্যবসা করছে তাতে তাঁরা খুশি। সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স- দুজায়গাতেই দর্শকের উৎসাহ দেখা যাচ্ছে ছবিটি ঘিরে।

যদিও সব জায়গাতেই যে তা হাউসফুল হচ্ছে, এমনটা নয়।

জেমস এর্সকাইন পরিচালিত সচিন: আ বিলিয়ন ড্রিমস প্রযোজনা করেছেন রবি ভাগচন্দানি। ক্রিকেট মাঠে সচিনের অসামান্য সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ধরা পড়েছে ছবিটিতে।