এই ছবি নিয়ে ২১ বছর পর পরিচালকের আসনে ফিরলেন মহেশ ভট্ট। প্রথমবার মেয়ে আলিয়ার পরিচালকের ভূমিকায় পাওয়া যাবে তাঁকে। মুক্তির প্রাক্কালে মহেশ-কন্যা পূজা ভট্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বাবা মহেশ ভট্টের বার্তা।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই পোস্টে পূজা লেখেন, বাবা মহেশ ভট্টর হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তিনি। 'ট্যাক্সি ড্রাইভাররা যাত্রা শুরুর আগে বলে, যে তারাই নিয়ন্ত্রক, তবে শেষ পর্যন্ত, যাত্রাই সবটা নিয়ন্ত্রণ করে।'....সড়ক টু-র ট্রেলার এই বার্তারই প্রতিফলন ঘটায়। ১৯৯১ এ মহেশ ভট্টের পরিচালনায় পূজা ভট্ট ও সঞ্জয় দত্ত অভিনীত সড়ক ছবিটি কেই বা ভুলতে পারে? তারই সিক্যুয়েল এই ছবি। তাই ট্রেলারের শুরুই হয়েছে সড়কের দৃশ্য দিয়ে। তারপর এখনকার সঞ্জয়কে দেখা যাবে। আর তার ঘরের দেওয়ালে দেখা যাবে পূজা ভট্টর ছবি। 'সড়ক টু'-র পরতে পরতে আছে রহস্য, অ্যাকশন। দেখুন -
৮ অগাস্ট মহেশ ভট্টের হয়ে দেওয়া বার্তাতে পূজা লেখেন, '' আজ আমাদের যাত্রার শেষ পর্বটি শুরু করছি। আমার উপর কোনও বোঝা বা ওজন নেই। খ্যাতি ধরে রাখার চাপ নেই। কোন লক্ষ্যে পৌঁছনোর তাগিদ নেই। প্রমাণ করার মতো কিছুই নেই। ছবিটি যদি সাফল্য পায় তবে তা আপনাদের। আর যদি তা না হয়, তবে সেই ব্যর্থতা আমার...সবাই আমাকে এত ভালবাসা এবং সমর্থন দিয়েছেন যার জন্য আমি খুব কৃতজ্ঞ।''
মুক্তির আগে থেকেই বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে 'সড়ক টু' নিয়ে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মহেশ ভট্টর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। রিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ নিয়েও উঠেছে প্রশ্ন। মুম্বই পুলিশও মহেশকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কেন 'সড়ক টু'-তে সুশান্তকে নেওয়া হল না, তাই নিয়ে প্রশ্ন ওঠে। তাতে পরিচালক জানান, এই ছবির মূল চরিত্রে তিনি কখনওই সুশান্তকে ভাবেননি।
আগামী ২৮ অগাস্ট ডিজনি + হটস্টার এ মুক্তি পাবে ছবিটি।