মঙ্গলবার রাতে সঞ্জয়ের ক্যান্সার রোগে আক্রান্ত হওযার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া মেসেজে ভরে ওঠে। বহু ফ্যান সঞ্জুবাবার জন্য প্রার্থনা করেন। আরোগ্য বার্তার মেসেজ লেখেন। মনে পড়তে পারে, গত ২০১১ সাল নাগাদ ফুসফুসের ক্যান্সারেই আক্রান্ত হন যুবরাজ সিং। কিন্তু সাহসে ভর করে, মনোবল অটুট রেখে লড়াই করে ক্যান্সারকে হারিয়ে যুবি ফিরে আসেন খেলার মাঠে। তাঁর ঘটনা একটা মস্ত অনুপ্রেরণা ক্যান্সার আক্রান্তদের কাছে। তাই এ বার সঞ্জয়কে সাহস জোগাতে ট্যুইট করলেন যুবরাজ। লিখলেন, ‘‘তুমি সবসময়, বরাবরই একজন যোদ্ধা ছিলে। আমি জানি, এটা কতখানি যন্ত্রণার। তবে আমি এটাও জানি যে তুমি নিজেও কতটা শক্ত মানুষ। আমার একান্ত প্রার্থনা আর সুস্থতার কামনা সবসময় তোমার সঙ্গে থাকবে। দ্রুত সেরে ওঠো।’’
গতকাল হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। তিনি স্টেজ থ্রিতে রয়েছেন। ব্যাপারটা জানাজানি হওয়ার পরই মন খারাপ হয়ে যায় সঞ্জয় ভক্তদের। টিনসেল টাউনে সঞ্জুবাবার বন্ধু-বান্ধব, আত্মীয়রাও মুষড়ে পড়েন। দিনকয়েক আগেই অল্পবিস্তর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন সঞ্জয়। ছাড়াও পান। তারপরই চাউর হয় তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর। সঞ্জয়কে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা চলছে।