কলকাতা: প্রত্যেকটি মানুষের জীবনে সকলে একদিকে আর মা থাকেন একদিকে। মায়ের জায়গা কি অন্য কেউ নিতে পারে? আর মায়ের জন্মদিন মানেও তো ছেলেমেয়েদের কাছে একটা বিশেষ দিন বটে। যেমন আজকের দিনটি গায়িকা সাহানা বাজপেয়ীর (Sahana Bajpaie) কাছে। আজ তাঁর মায়ের জন্মদিন।
এদিন সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন গায়িকা। তাঁর মায়ের অল্প বয়সের ছবি। স্নিগ্ধ সেই চাহনি। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন, মা। যেখানেই থাকো, জেনো যে তোমাকে খুব মিস করি, প্রত্যেকদিন'। গায়িকার পোস্টে অনুরাগীদের পাশাপাশি গানের জগতের অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন।
অন্যদিকে ফেসবুকে সাহানা অপর একটি ছবি পোস্ট করেন এদিন। এক ফ্রেমে দিদা-মা-মেয়ে। ছবিতে পাশাপাশি বসে রয়েছেন সাহানা বাজপেয়ী, তাঁর মা ও মেয়ে রোহিনী। মিষ্টি সেই ছবি পোস্ট হতেই নিমেষে শুভেচ্ছাবার্তা ও শ্রদ্ধা জানাতে থাকেন অনুরাগীরা।
কিছুদিন আগেই শিল্পীর অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। নিজেই পোস্ট করে সেই কথা জানান। তাঁর সুরেলা গলাই তাঁর পরিচয়। অথচ সঙ্গীতশিল্পীকে গান থেকেই দূরে থাকতে বলা হয় অসুস্থতার কারণে! পরীক্ষা করে দেখা যায়, তাঁর স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। যদিও সেই অসুস্থতার পরে ফের মঞ্চে গান গাইতে দেখা গেছে তাঁকে, স্বমহিমায়।