নয়াদিল্লি: গত কয়েক বছরে সিনে দুনিয়া একাধিক বিবাহ বিচ্ছেদ (Divorce) দেখে ফেলেছে। আমির খান - কিরণ রাওয়ের (Aamir Khan and Kiran Rao) বিচ্ছেদ থেকে শুরু করে, নাগা চৈতন্য - সামান্থা রুথের (Naga Chaitanya and Samanth Ruth) বিচ্ছেদ, গত কিছু বছরে তারকা দম্পতিদের বিচ্ছেদের সংখ্যা যেন বেড়েই চলেছে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণী তারকা ধনুশ ও তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যের (Dhanush and Aishwariyaa) নামও। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দম্পতি নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন।


ধনুশ ও ঐশ্বর্যের বিচ্ছেদের খবরে হতচকিত অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সকলেই। অভিনেতা এই বিচ্ছেদ ঘোষণা করার পর থেকে অনেকেই নানা রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। এবার 'বিয়ে বনাম বিচ্ছেদ' নিয়ে নিজের মতামত পেশ করলেন চিত্র পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)।


রাম গোপাল বর্মা তাঁর সোশ্যাল মিডিয়ায় বিবাহ প্রথাকে 'দুষ্ট পূর্বপুরুষদের দ্বারা চাপিয়ে দেওয়া সবচেয়ে খারাপ প্রথা' বলে অভিহিত করেছেন। হ্যাঁ। ঠিক এই ভাষাতেই কটাক্ষ করেছেন তিনি।


ট্যুইট করে রাম গোপাল বর্মা লেখেন, 'বিবাহ হল সমাজের সবচেয়ে খারাপ প্রথা যা আমাদের পূর্বপুরুষরা চাপিয়ে দিয়ে অসুখী এবং দুঃখের একটি ক্রমাগত চক্র তৈরি করে।'


 






তিনি আরও লেখেন, 'স্বাধীন হওয়ার জন্য বিচ্ছেদকে "সঙ্গীত"-এর মাধ্যমে উদযাপন করা উচিত এবং একে অপরের বিপজ্জনক গুণাবলী পরীক্ষা করার জন্য বিবাহ শান্তভাবে হওয়া উচিত।' এরপরেও তিনি একাধিক ট্যুইট করেছে। প্রত্যেক ট্যুইটেই বিয়ে নিয়ে প্রহসন করেছেন তিনি। 


 
















একটি ট্যুইটে তিনি তারকাদের বিচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 'বিবাহের বিপদ সম্পর্কে তরুণদের সতর্ক করার জন্য তারকাদের বিবাহবিচ্ছেদ একটি ভাল ট্রেন্ড তৈরি করছে।'


 





আরও পড়ুন: Kapil Sharma’s Daughter: ড্রাম বাজাচ্ছে একরত্তি মেয়ে, ভিডিও শেয়ার কপিল শর্মার


প্রসঙ্গত, ধনুশ সোমবার পোস্টে লেখেন, ''গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভাল। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামী দিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।''