মুম্বই: নতুন কাজে হাত দিলেন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। এবার তিনি সেলুলয়েডে বাঁধতে চলেছেন শিল্পপতি (Business Tycoon) ও 'সাহারা ইন্ডিয়া পরিবার'-এর (Sahara India Pariwar) কর্ণধার সুব্রত রায়ের (Subrata Roy) জীবনী। ছবির নাম 'সাহারাশ্রী' (Saharasri)। ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন সন্দীপ সিংহ (Sandeep Singh)।


'সাহারা'র কর্ণধার সুব্রত রায়ের জীবনী এবার পর্দায়


শনিবার আসন্ন ছবি 'সাহারাশ্রী'র নির্মাতারা ছবির প্রথম মোশন পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ছবির প্রযোজক মোশন পোস্টার শেয়ার করে লেখেন, 'সাহারাশ্রী সুব্রত রায়ের অস্বাভাবিক রহস্যের সমুদ্রযাত্রায় সফর শুরু। তাঁর যাত্রার উথালপাতাল স্রোতের মধ্য দিয়ে একটি আকর্ষণীয় যাত্রা, যাকে বলা হয় জীবন। তাঁর জীবনকে রূপদানকারী বিভ্রান্তির সাক্ষী হোন। আপনার চোখ খোলা রাখুন কারণ এই স্থিতিস্থাপকতা এবং বিজয়ের গল্পটি প্রকাশ্যে আনবে এমন তথ্য যা অব্যক্ত, অশ্রুত এবং অজানা।'


একইসঙ্গে তিনি আরও লেখেন, 'শ্রী সুব্রত রায় সম্পর্কে জগৎ যা ভাবুক বা বলুক না কেন, তাঁদের উপলব্ধি শুধুমাত্র মানুষটির সঙ্গে তাদের ব্যক্তিগত পরিচয়ের অভাবের উপর ভিত্তি করে। ব্যক্তিগতভাবে, আমি তাঁকে সর্বোচ্চ সম্মানের স্থানে রাখি, তিনি অদম্য, অবিচল থেকেছেন এবং অন্যান্য ভারতীয় ব্যবসায়ীদের বিপরীতে গিয়ে সমস্ত অভিযোগের মোকাবিলা করেছেন। তিনিই একমাত্র ভারতীয় যিনি ২৫ হাজার কোটির মতো বিপুল পরিমাণ টাকা ফেরত দিয়েছেন SEBI-কে, সুদ সহ। আমি নিশ্চিত শীঘ্রই ন্যায়ের জয় হবে।'


প্রযোজক তাঁর পোস্টে বলেন, 'চিত্রনাট্যটি এ.আর. রহমান, গুলজার ও সুদীপ্ত সেনের মতো তাবড় শিল্পীদের কয়েক বছরের নিবিড় গবেষণার ফল। মজার ব্যাপার হল, যখনই আমি এই ছবি নিয়ে আলোচনা করেছি সবাই উৎসাহ দেখিয়েছে কিন্তু যখনই ছবির অংশ হয়ে ওঠার কথা হয়েছে সকলে পিছিয়ে এসেছেন। তাঁরা যুক্ত হতে ভয় পেয়েছেন। কিন্তু অবশেষে, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ 'সাহারাশ্রী'র শ্যুটিং শীঘ্রই শুরু হতে চলেছে।' ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রহমান।


প্রসঙ্গত, সুদীপ্ত সেন পরিচালিত শেষ ছবি 'দ্য কেরালা স্টোরি' মুক্তির পর থেকেই বিতর্কের উদ্রেক করেছে। কিন্তু বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে এই ছবি। আদাহ্ শর্মা অভিনীত এই ছবি বক্স অফিসে ২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। 


প্রসঙ্গত, সন্দীপ সিংহ এর আগে প্রিয়ঙ্কা চোপড়ার 'মেরি কম', রণদীপ হুডা, ঐশ্বর্য রাই বচ্চনের 'সরবজিৎ', বিবেক ওবেরয় অভিনীত বায়োপিক ড্রামা 'পিএম নরেন্দ্র মোদি' ও অমিতাভ বচ্চনের স্পোর্টস বায়োপিক 'ঝুন্ড'-এর প্রযোজনা করেছেন। তাঁর আগামী কাজ প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রাপক অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে তৈরি 'ম্যায় অটল হুঁ'।