কলকাতা: অসুস্থতার কাটেনি এখন ৭ দিনও, পুরনো শরীরচর্চার নিয়মে ফিরলেন অভেনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। সোশ্যলা মিডিয়ায় শেয়ার করে নিলেন শারীরিক কসরতের ছবি। অনুরাগীদের ভরসা দিয়ে জানালেন, চিকিৎসের পরামর্শ নিয়েই ফের স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছেন তিনি।                                                                                                                                             


সুস্মিতা সেন ফিটনেস ফ্রিক। রুটিন থেকে কখোনোই শরীরচর্চা বাদ পড়ে না তাঁর। কিন্তু সদ্য হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। করতে হয়েছিল অ্যাঞ্জিওপ্ল্যাস্টি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, 'আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন, এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন"। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে,'আমার হৃদয়  অনেক বড়'। এই অবস্থায় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে ধন্য়বাদ। এই পোস্টটি শুধুমাত্র আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য। আমার এটাও বলার আছে যে, সব ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনে সব কিছুর জন্য প্রস্তুত!'                                                                                                                                                                     


আরও পড়ুন: Shah Rukh Khan: ‘পাঠান’ দর্শনে গুজরাত থেকে মুম্বইয়ে, দেওয়াল বেয়ে সটান ‘মন্নতে’র অন্দরে, তার পর...


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি শরীরচর্চার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'জীবনের চাকা। আমার কার্ডিওলজিস্টের কাছ থেকে অনুমতি পেয়েছি। স্ট্রেচিং শুরু করলাম। দুর্দান্ত অনুভূতি। এক সপ্তাহ পার..' সুস্থতার পথে অভিনেত্রী, দেখে খুশি সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা। কমেন্টবক্সে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।