কলকাতা: অবশেষে ধরা পড়ল সেফ আলি খান (Saif Ali Khan)-এর হামলাকারী। সেফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁকে ছুরি দিয়ে কোপানোর ৩ দিন পরে থানে থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একাধিকবার ওই ব্যক্তিকে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। অবশেষে অভিযুক্তকে থানে থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযুক্তের নাম জানতে চাওয়া হলে, প্রথমে সে বলে, তার নাম বিজয় দাস। পরবর্তীতে সে জানায়, তার নাম মহম্মদ সাজ্জাদ। কখনও আবার এই ব্যক্তি নিজের নাম জানায়, মহম্মদ আলিয়ান। সেফ আলি খানের ওপর হামলার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তবে এই লোকই সেফের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালিয়েছিল কি না, সেই বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ।
অভিযুক্ত জানায়, সে একটি রেস্তোরাঁয় কাজ করে। সেফ আলি খানের ওপর হামলার সঙ্গে যে তার যোগ রয়েছে তা সে নিজের মুখে স্বীকার করে নিলেও, বাড়িতে ঢুকে যে ব্যক্তি হামলা চালিয়েছিল, সেই ব্যক্তি আর এই ব্যক্তি একই কি না তা এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিজয় দাস যখন ঘুমোচ্ছিল, সেই সময়েই ঠানে থেকে তাকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য মুম্বই আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
গত ১৬ জানুয়ারি, নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান। ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। জানা যাচ্ছে, সেফের ছোট ছেলে জেহ-র ঘরের শৌচাগারে লুকিয়ে ছিল আততায়ী। কিন্তু সে যে কোথা দিয়ে বিল্ডিংয়ে ঢুকেছিল সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। জেহ-র ন্যানি প্রথম তাকে দেখতে পান। ভয় পেয়ে অ্যালার্ম বাজিয়ে দেন তিনি। কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে যায় ছোট্ট জেহ। ছুটে আসেন সেফ। জেহ-র কাছে পৌঁছতে না পেতে আততায়ী ভয়ঙ্কর হয়ে ওঠে। ছুরি বের করে কোপাতে থাকে সেফকে। আহত সেফ পড়ে গেলে সে ঘর থেকে বেরিয়ে যায়।
এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। তবে কারা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চলছে।