মুম্বই : অভিনেতা সেফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলায় মূল অভিযুক্ত, মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে উঠে আসঠে বিস্ফোরক অভিযোগ। জানা যাচ্ছে, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত, ধৃত শরিফুল, বাংলাদেশের একজন খুনি ! এমনই মারাত্মক দাবি মুম্বই পুলিশ সূত্রে। তাদের দাবি, ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে খুন-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারি এড়াতেই দেশ থেকে পালায় সে। চোরা পথে প্রবেশ করে ভারতে। তবে কি ভয়ঙ্কর কিছু উদ্দেশ্য নিয়েই সেফের বাড়িতে ঢুকেছিল এই আততায়ী ? 

মুম্বই পুলিশ সূত্রে খবর,  ধৃতের বিরুদ্ধে ঢাকা ও নলছিটি থানায় খুন-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালে এক বাইক চালককে খুন করে গা ঢাকা দেন শরিফুল। পরিবার জানিয়েছে, গ্রেফতারি এড়াতে তিনি দেশ ছেড়ে পালান। ভারতে আসার কথা পরিবারের লোকজন জানতেন না। বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের দাবি, সেফের ওপর হামলাকাণ্ডে টেলিভিশনে শরিফুলের ছবি দেখে তাঁরা চিনতে পারেন।  

বুধবার গভীর রাতে পশ্চিম বান্দ্রায় সেফ-কারিনার বাড়িতে চুরির চেষ্টা করে অভিযুক্ত। সেখানে বাধা পেয়ে সেফ আলি খানের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তবে, চুরির উদ্দেশ্য়েই অভিযুক্ত যুবক, অভিনেতা-দম্পতির বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে মুম্বই পুলিশ। 

হাই প্রোফাইল পরিবারের বাড়ি। সেখানে নিরাপত্তা এড়িয়ে কীভাবে সেফের বাড়িতে ঢুকেছিলেন শরিফুল? পুলিশ সূত্রে দাবি, ধৃত জানিয়েছেন, আগে কখনও সেফের বাড়িতে যায়নি সে। কয়েকদিন ধরে ডিউটির পর এলাকায় ঘুরে বেড়ানোর সময় সে লক্ষ্য় করে, সেফের বাড়ির সামনে নিরাপত্তারক্ষী মাত্র ২ জন।   তাছাড়া, পাশের বিল্ডিং বা এই বিল্ডিংয়ের পিছনের দরজা দিয়ে সহজেই ওপরে ওঠা সম্ভব! আর এই পরিকল্পনাটাকেই কাজে লাগায় অভিযুক্ত। পুরনো অপরাধ ঘটানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছোটে নবাবের বাড়িতে ঢুকে পড়ে সে। পুলিশ জানিয়েছে, বাড়ির পিছন দিকে পার্কিং এরিয়া দিয়ে ঢুকে, সিঁড়ি দিয়ে সোজা উঠে যায় ১২ তলায়। AC ডাক্টের জায়গা দিয়ে ঢোকে ভেতরে। জানলা ভেঙে প্রবেশ করে শৌচাগারে। সেখান দিয়েই ঢোকে ঘরে।  

খুব স্বাভাবিক ভাবেই এতে আতঙ্কিত সাধারণ মানুষও। একজন সেলিব্রিটির বাড়িতে, নিরাপত্তা ফাঁকি দিয়ে যদি এভাবে ঢুকে পড়ে দুষ্কৃতী, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। হাসপাতাল সূত্রে খবর, সেফের পুরোপুরি সেরে উঠতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগবে। 

আরও পড়ুন :               কী বারে পড়েছে মহাশিবরাত্রি, জেনে নিন চার প্রহরের পুজোর সময়