প্রতি চন্দ্র মাসের চতুর্দশ দিনে পালন করা হয় মাসিক শিবরাত্রে। অমাবস্যার আগের দিনে শিবরাত্রি পালন করেন অনেকেই । তবে ভগবান মহাদেবের আরাধনার সবথেকে ভাল দিন হল, মহাশিবরাত্র। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয়। এখন চলছে মাঘ মাস। অর্থাৎ সামনে মাসেই পড়েছে মহা শিবরাত্রি। এদিন পর্যন্তই চলবে মহাকুম্ভের মেলা। এই পুণ্যতিথিতে গঙ্গাস্নানের মাহাত্ম্যই আলাদা, তাও যদি আবার হয় প্রয়াগরাজে, তাহলে তো কথাই নেই।
পুরাণ, বেদ এবং হিন্দু ধর্মীয় শাস্ত্রে ভগবান শিবের মাহাত্ম্য নানাভাবে বর্ণিত হয়েছে। ভক্তদের বিশ্বাস, খুব সহজ উপাচারেও শিবঠাকুর হন সন্তুষ্ট। তিনি আশীর্বাদ দিতে কার্পণ্য করেন না। এবার মহাশিবরাত্রি কবে পড়েছে, চলুন জেনে নেওয়া যাক।
২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি উদযাপিত হবে। শিব ঠাকুরের ভক্তরা। মহাশিবরাত্রি সম্পর্কিত অনেক পৌরাণিক বিশ্বাস রয়েছে।
মহাশিবরাত্রি ( ২০২৫ ) ২০২৫ সালে মহাশিবরাত্রি পালন করা হবে ২৬ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। পুজোর শুভ সময় শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিটে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪ মিনিটে। অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি রাত্রিতেই চার প্রহরের পুজো করতে হবে।
রাতের প্রথম প্রহর পূজার সময় - সন্ধে ৬ টা ১৯ থেকে ৯ টা ২৬ পর্যন্ত।
রাতের দ্বিতীয় প্রহর পূজার সময় - ৯ টা ২৬ থেকে রাত ১২ টা ৩৪ পর্যন্ত ।
রাত্রি তৃতীয় হর পূজার সময় - রাত ১২ টা ৩৪ থেকে ৩ টে ৪১ পর্যন্ত ।
রাত্রি চতুর্থী প্রহর পূজার সময় - রাত ৩ টে ৪১ থেকে ৬ টা ৪৮ পর্যন্ত।
শাস্ত্র অনুসারে, শিবরাত্রির মহা কল্যাণকারী রাত্রি। ভাল স্বামী পাওয়ার জন্য শিবের পুজো করা হয়, এ কথা সম্পূর্ণ ঠিক নয়। মহাদেবকে যে কোনও সময়ই ডাকা যায়। কারণ হতে পারে একেবারে নিজস্ব। চতুর্দশী তিথির অধিপতে শিব। তাই শিবপুজোর জন্য এই তিথির গুরুত্ব অপরিসীম।
তথ্যমূত্র - https://www.abplive.com//amp
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।