মুম্বই: সইফ আলি খান আত্মজীবনী লিখছেন। একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা। তাঁর বক্তব্য, নেপোটিজম যে সবসময় সহায়ক হয় না, বরং অনেকে নেপোটিজমের শিকার হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ তিনি নিজে। সেই ব্যাপারটাই যে কতখানি প্রকট, তা আত্মজীবনীতে তিনি তুলে আনতে চান। এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে নিন্দার ঝড় উঠে গেল সোশ্যাল মিডিয়ায়। সইফের অটোবায়োগ্রাফির বিরুদ্ধে সরব হয়েছে নেট দুনিয়ার একাংশ। এমনকী,অনেকে সইফের আত্মজীবনীকে নেপোটিজমের চূড়ান্ত দলিল তকমাও দিয়েছেন । অনেকে আবার কটাক্ষ করে এমন কথাও লিখেছেন যে, সইফের জীবন সেইসব মানুষের কাছে আদর্শ উদাহরণ হতে পারে যাঁরা ক্রমাগত অবসর না নিয়ে বাজে অভিনয় করে যেতে পারেন একনাগাড়ে।



মা শর্মিলা ঠাকুরের অভিনয়ের পেশাকেই নিজের কাজের ক্ষেত্র হিসেবে বেছে নেন সইফ। তনুজা-কন্যা কাজলের বিপরীতে ‘বেখুদি’ ছবিতে বলিউডে সইফের অভিষেক ঘটার কথা ছিল। কিন্তু প্রথম দফার শুটিংয়ের পরই ডিরেক্টর তাঁকে ‘আনপ্রফেশনাল’ বলে বাদ দিয়ে দেন। পরে চরিত্রটি করেন কমল সাদানা। পরে যশ চোপড়া পরিচালিত ‘পরম্পরা’ ছবির মাধ্যমে সইফের ফিল্ম যাত্রা শুরু হয়। তার আগেই অবশ্য নিজের চেয়ে বারো বছরের বড় ও প্রতিষ্ঠিত অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সইফ। অমৃতা ও সইফের কন্যা সারা এবং ছেলে ইব্রাহিম। শুরুর দিকে সইফ রোম্যান্টিক হিরো হিসেবে পর্দায় আসেন ।

একটা সময়ের পর অভিনয়ের প্যাটার্ন ভেঙে ভিন্ন ধারার অভিনয় করেন। ‘ওমকারা’, ‘একলব্য’ , ‘এক হাসিনা থি’, ‘লাল কাপ্তান’, ‘তানাজি’র মতো ছবিতে তিনি আসেন অন্য অবতারে। করিনা কাপুরের প্রেমে পড়েন ‘তসন’ ছবির শুটিংয়ের সময় । বছর পাঁচেক চলে প্রেম। তাঁরা বিয়ে করেন ২০১২-য়। জন্ম হয় তাঁদের প্রথম সন্তান তৈমুরের। দিনকয়েক আগেই ফের গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দেন করিনা। নিজের জীবনের এইসব নানা ঘটনাই অটোবায়োগ্রাফিতে ধরে রাখতে চান সইফ। সব কিছু ঠিকঠাক এগলে ২০২১-এ প্রকাশ্যে আসবে বইটি।


গত ১৬ আগস্ট পঞ্চাশে পা দিয়েছেন সইফ। অর্থাৎ প্রথম পক্ষের মেয়ে সারা আলি খানের বয়স যখন পঁচিশ বছর, তখন নিজের চতুর্থ সন্তানের প্রতীক্ষা করছেন সইফ। নিজের কালারফুল জীবনের কথা তুলে ধরতেই আত্মজীবনীতে হাত দিয়েছেন সইফ। আর এ খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হাতে ক্রমাগত ট্রোলড হচ্ছেন তিনি ।