মুম্বই: কানের নীচে ব্যান্ডেজ দৃশ্যমান। হাতেও রয়েছে কাস্ট। কিন্তু কপালে নেই কোনও ভাঁজ। বরং হাসিমুখেই হাসপাতাল থেকে বেরোলেন সেফ আলি খান। বরাবরের মতই ঝকঝকে চেহারায় ধরা দিলেন ক্যামেরার সামনে। এমনকি গাড়িতে যেতে যেতে পাপারাৎজিদের প্রশ্নের জবাবও দিলেন। সেফ-কে এভাবে দেখে প্রশংসা করেছেন সকলেই। প্রকৃত অর্থেই সেফ 'নবাব' বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন অনেকে। (Saif Ali Khan Discharged)
চিকিৎসকরা বলছেন, একটুর জন্য বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা। ছুরির আঘাত একচুল এদিক ওদিক হলে সেফ আর উঠে দাঁড়াতে পারতেন না বলে মত চিকিৎসকদের। আগামী এক সপ্তাহ অন্ত সেফ-কে ‘বেড রেস্ট’-এ থাকতেও নির্দেশ দিয়েছেন। কিন্তু মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দুশ্চিন্তার কোনও ছাপই চোখে পড়ল না সেফ-এর চেহারায়। (Saif Ali Khan News)
মঙ্গলবার দুপুরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পান সেফ। দু’-দু’টি অস্ত্রোপচারের পর, পাঁচদিন কাটিয়ে আজ ছাড়া পান তিনি। হাসপাতালের বাইরে তো বটেই, মুম্বইয়ের বান্দ্রায় তাঁর আবাসন ‘সদগুরু শরণে’র বাইরেও তখন থিকথিকে ভিড়। অনুরাগীদের কাউকেই নিরাশ করলেন না সেফ। বাঁ হাতে কাস্ট, কানের নীচে ব্যান্ডেজ নিয়েই হাত নাড়লেন, হাসিমুখে আলাপচারিতা সারলেন, দিলেন প্রশ্নের জবাবও।
এমন ভঙ্গিতে সেফ-কে দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। যেভাবে পরিবারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি, পিঠে গাঁথা ছুরি নিয়ে অটোয় চেপে হাসপাতালে গিয়েছিলেন, তার জন্য আগেই তাঁকে কুর্ণিশ জানিয়েছিলেন সকলে। আজ সেফ-কে কার্যতই সেলাম ঠোকেন অনুরাগীরা। এত ধকলের মধ্যেও সেফ যেভাবে সকলের আবেগকে মর্যাদা দিয়েছেন, তাতে তিনি প্রকৃতপক্ষেই নবাবের মতো আচরণ করেছেন বলে মত অনুরাগীদের। শুধু সিনেমার পর্দায়ই নয়, সেফ আসলে বাস্তবের নায়ক বলে মত তাঁর অনুরাগীদের।
তবে সেফ হাসিমুখে বেরিয়ে এলেও, হেঁটে গাড়িতে উঠলেও, তাঁকে নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁতে। বাড়িতে বেশি মানুষের আনাগোনা চলবে না বলে জানিয়েছেন। এতে সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। সেফ-এর শারীরিক অবস্থার দিকে কড়া নজর থাকবে তাঁদের। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেফ শ্যুটিংয়ে ফিরতে পারবেন না আপাতত।