কলকাতা: গতকাল ভোর রাতে নিজের বাড়িতেই হামলা হয়েছে সেফ আলি খানের (Saif Ali Khan)-এর ওপর। পিঠে, ঘাড়ে ও হাতে গুরুতর আঘাত লেগেছে অভিনেতার। হাসপাতালে হয়েছে তাঁর অস্ত্রোপচারও। সেফের পিঠ থেকে বের করা হয়েছে একটি ছুঁচলো জিনিস। আক্রমণের সময় সেটি তাঁর পিঠে গেঁথে গিয়েছিল। তাঁর পিঠের চোট এতটাই গুরুতর ছিল যে শিরদাঁড়া থেকে ফ্লুইড বের হওয়া শুরু হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তড়িঘড়ি সেই ফ্লুইড বের করা বন্ধ করেন। শরীরের বাকি অংশে কসমেটিক সার্জারি হয়েছে সেফের। গতকাল লীলাবতি হাসপাতালে অস্ত্রোপচারের পরে রিকভারিতে রাখা হয়েছিল সেফকে। এরপরে তাঁকে শিফট করে দেওয়া হয় আইসিইউ বেডে। আর আজ হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন স্ত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও মা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।
জানা যাচ্ছে, গতকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেফ করিনার বাড়ি। এমনকি করিনা কপূর ও তাঁর পরিবারের সমস্ত সদস্যকে নিরাপত্তার কথা মাথায় রেখে বলা হয়েছিল, তাঁরা যেন হাসপাতালে না আসেন। তবে সেই কথা শোনা হয়নি করিনা কপূরের তরফ থেকে। গতকালও হাসপাতালে এসেছিলেন করিনা কপূর, করিশ্মা কপূর ও সেফের দুই সন্তান ইব্রাহিম ও সারা আলি খান। এরপরে আজ সকালেও হাসপাতালে যান শর্মিলা ঠাকুর ও করিনা। জানা যাচ্ছে আপাতত বিপদমুক্ত রয়েছেন সেফ। তিনি সুস্থবোধ করলে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গতকাল রাতে কী ঘটেছিল সেটা জানতে আজ সেফ আলি খানের বয়ান রেকর্ড ও করা হতে পারে।
কেমন আছেন সেফ আলি খান? জানা যাচ্ছে, আজ তিনি অনেকটাই ভাল আছে। তাঁকে আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। তিনি কথা বলতে পারছেন, সেখানে কোনও সমস্যা নেই তাঁর। তবে তাঁর পিঠের ক্ষত ভীষণ গভীর হয়েছিল। ছুরি এতটা গভীরে গেঁথে গিয়েছিল যে শিরদাঁড়া দিয়ে বেরোচ্ছিল ফ্লুইড। হাসপাতালে আসার পরে তড়িঘড়ি পিঠ থেকে ছুঁচলো জিনিস বের করে ফ্লুইড বেরনো বন্ধ করা হয়। তবে পিঠের গভীর ক্ষতের কারণে এখনও দিন ৭ হাঁটাচলা করতে পারবেন না সেফ। তাঁকে বিছানাতেই শুয়ে থাকতে হবে।
আরও পড়ুন: Saif Ali Khan: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় আটক এক সন্দেহভাজন, চলছে জিজ্ঞাসাবাদ