মুম্বই: ‘তানাজী’র সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সেফ আলি খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘জওয়ানি জানেমন’-এর ট্রেলর। একটি সাক্ষাৎকারে সেফ জানালেন, বয়স বাড়ছে বলে কোনও আফশোস নেই। নিজেকে কমবয়সী ভাবতেও চান না। বরং জীবনের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন ছোটে নবাব।




এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেফ জীবনযাপনের বিষয়ে হিন্দুধর্মের ভাবনার প্রশংসা করেন। সেফ বলেন, জীবনে কোনও সময়ে রোজগারের প্রতি মন দিতে হবে। আবার একটি সময় আসবে, যখন সময়টা হবে বিশ্রামের। জীবনে সবকিছুর জন্যই নির্দিষ্ট একটা সময় আছে, সেই অনুসারে কাজ করতে হবে। বুড়ো হতে আমার কোনও আপত্তি নেই।
হিন্দুধর্মে চতুরাশ্রম প্রথারই তারিফ করেন সেফ।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে নতুন ভাবে পর্দায় মেলে ধরছেন তিনি। কিন্তু নতুন অভিনেতাদের কাজ পেতে দেখলে কি চিন্তায় পড়ে যান সেফ?
‘না।’ উত্তর ছোটে নবাবের। বললেন, ‘একসময় আমারও বয়স কম ছিল। তখনও এসব ভাবনা মাথায় আসেনি। এখনও আসে না।...মন যদি যুবা থাকে, তাহলেই আনন্দ! যদিও কখনই নিজেকে খুব কমবয়সী ভাবতে চাই না।’