মুম্বই: বলিউড তারকা সেফ আলি খানের বোন সাবা আলি খান সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পটৌডিকে। স্মৃতির সরণী বেয়ে রবিবার মা-বাবার এই পুরনো ছবি পোস্ট করেন সাবা।
কী পোস্ট করলেন সাবা আলি খান? (What Did Saba Ali Khan Post?)
ইনস্টাগ্রামে ১০০ হাজার ফলোয়ার পেরিয়ে যাওয়ার পর অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পটৌডির ছবি পোস্ট করেন সাবা। অনুরাগীদের কাছে তাঁর ভিডিও ও ছবি পছন্দ করার জন্য ধন্যবাদ জানান তিনি।
ছবিতে দেখা যাচ্ছে মনসুর দু'চোখ ভরে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। সত্যিই নজরকাড়া সাজ অভিনেত্রীর। নিজের লুক সম্পূর্ণ করেছেন সানগ্লাস চোখে।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, '১০০ হাজার...আমার মা-বাবা। তোমরা আমাকে শ্রেষ্ঠটা দিয়েছ। জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিস শিখিয়েছ...নিজের কাছে সৎ থাকতে শিখিয়েছ। তোমরা আমার তারা আর চাঁদ। আমি তোমাদের দু'জনকেই খুব ভালবাসি। অনুরাগীদের কাছেও আমি সমর্থনের জন্য কৃতজ্ঞ।'
অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন সাবা আলি খানের এই পোস্ট।
আরও পড়ুন: Antardhaan release: ১০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে পরমব্রত-তনুশ্রীর ‘অন্তর্ধান’