মুম্বই: গভীর রাতে নিজের বাড়িতেই ভয়ঙ্কর হামলা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর। এলোপাথাড়ি ছুরির কোপে (Saif Ali Khan) রক্তাক্ত অভিনেতা। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এই হামলার ঘটনায় ৩ গৃহ পরিচারককে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মুম্বই পুলিশ। তাদের থানায় (Saif Ali Khan Stabbed) নিয়ে যাওয়া হয়েছে জেরা করার জন্য।
গতকাল রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সেফ আলি খানের নিজের বাড়িতে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী আর এই সময় সংঘর্ষ চলাকালীন ছুরিকাহত হন অভিনেতা। এলোপাথাড়িভাবে ৬ বার ছুরির কোপ চালানো হয় তাঁর উপর। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সেফ আলি খান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে এখন। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবৃতি প্রকাশ করেছে মুম্বই পুলিশ।
এই হামলার সময় ছুরির কোপ পড়ে সেফের পিঠে, আর সেখানেই ছুরিটি আটকে থেকে যায়। তবে তখনও হাঁটা-চলার শক্তি ছিল তাঁর। সকাল ৯টা ৪২ নাগাদ এবিপি নিউজকে লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অস্ত্রোপচারটি খুবই সূক্ষ্ম এবং আর কিছুক্ষণের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। পুলিশ সন্দেহ করছে যে সেফের বাড়ির ভিতরকার কোনো ব্যক্তিই এই হামলার সঙ্গে জড়িত। কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা সদগুরু শরণ সোসাইটিতে বাইরের কোনো লোকের প্রবেশ অতটা সহজ নয়। এই হামলার বাড়িতেই ছিলেন করিনা কপূর।
এই দুষ্কৃতী বাড়ির ভিতর কোনোভাবে ঢুকে পড়েন এবং বাড়ির লোকেদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লে সেফ আলি খান হস্তক্ষেপ করলে এই দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে বসে। ঘাড়ের পিছনদিকে ১০ সেমির একটি কাটা দাগ লক্ষ্য করা গিয়েছে, তাঁর বাঁ হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। হামলার পরে আড়াই ঘন্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে।
সেফ আলি খানকে হাসপাতালে ভর্তি করার খানিক পরেই টিমের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে জানানো হয়েছে যে সেফ আলি খান এখন হাসপাতালে ভর্তি, তাঁর অস্ত্রোপচার চলছে। সংবাদমাধ্যম এবং অনুরাগীদের ধৈর্য ধরতে বলা হয়েছে টিমের পক্ষ থেকে, এই ঘটনায় পুলিশি হস্তক্ষেপ হয়েছে। সময়ে সময়ে প্রতিটি ঘটনার ব্যাপারে জানানো হবে বলেই আশ্বাস দিয়েছে সেফ আলি খানের টিম।