মুম্বই: সেফ আলি খানের হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আজ শুক্রবারই আটক করেছিল মুম্বই পুলিশ। কিন্তু এর কিছুক্ষণ পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি আদপেই এই ঘটনার সঙ্গে জড়িত নন। এই ব্যক্তির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, কিন্তু প্রাথমিক সূত্র (Saif Ali Khan Update) অনুসারে তাকেই সন্দেহভাজন বলে মনে হয়েছিল। তিনিই যে সেফ আলি খানের বাড়িতে মধ্যরাতে ঢুকে হামলা চালিয়েছিলেন তা নিশ্চিত নয়।
শুক্রবার বিকেলে একজন উচ্চপদস্থ মুম্বই পুলিশ অফিসার জানিয়েছেন যে বান্দ্রা থানায় যে ব্যক্তিকে আটক করে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তিনি সেফ আলি খানের (Saif Ali Khan Update) হামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এই মামলায় তাই কাউকেই আটক করা বা হেফাজতে রাখা হয়নি। বৃহস্পতিবার যে ব্যক্তি সেফ আলি খানের উপর হামলা চালিয়েছিল তাঁকে বান্দ্রা রেলস্টেশনের কাছে দেখা গিয়েছে। পুলিশ মনে করছে তিনি পোশাক বদলেছেন এবং স্টেশন থেকে ট্রেন ধরে পালিয়ে গিয়েছেন। ভাসাই এবং নালাসোপাড়াতে ইতিমধ্যেই পুলিশের একটি দল ক্যাম্প করেছে। এই আততায়ীকে ধরার জন্য মোট ১৫টি দল গঠিত হয়েছে। কিন্তু হামলার ৩৬ ঘণ্টা কেটে যাওয়ার পরেও আততায়ী অধরা।
পুলিশ সন্দেহ করছে হামলার ঘটনায় আততায়ীর সঙ্গে সেফের বাড়ির পরিচারকের কিছু না কিছু সম্পর্ক আছে আর তার জেরেই লবিতে ঢুকেও তাঁকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি। বাড়ির সমস্ত কোণ সেই আততায়ীর নখদর্পণে ছিল বলেই ধারণা পুলিশের, ফায়ার এক্সিট দিয়ে উপরে উঠে এসে হামলা চালিয়েছিল আততায়ী।
ছুরিকাহত হওয়ার পরে রক্তাক্ত অবস্থায় সেফ আলি খানকে নিয়ে আসা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু হয়। প্রায় আড়াই ঘন্টা ধরে অস্ত্রোপচার চলে সেফ আলি খানের। আজ শুক্রবার লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা একটি সাংবাদিক বৈঠকে জানান যে সেফের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দেওয়া হয়েছে। কবে ছাড়া পাবেন সেফ আলি খান ?
চিকিৎসকেরা উল্লেখ করেছেন, সেফ আলি খানকে যেহেতু পিঠে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং এই আঘাত অত্যন্ত গভীর ছিল, তাই ক্ষত সারতে কিছুটা সময় লাগবে। এক সপ্তাহ চলাফেরায় বিধিনিষেধ থাকবে সেফের। নিদান দিয়েছেন চিকিৎসকেরা। এমনকী চিকিৎসকেরা এও জানিয়েছেন যে অভিনেতাকে এখন তত্ত্বাবধানে রাখা হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর সুস্থ হয়ে ওঠার উপরে।
আরও পড়ুন: Saif Ali Khan : রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর, দেখুন এক্সক্লুসিভ ছবি