প্রথমসারির রাজনৈতিক নেতার নাতির সঙ্গে ডেটিং করছেন সইফ-কন্যা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2016 04:55 AM (IST)
মুম্বই: তারকাদের সন্তানরাও সর্বদাই প্রচারের আলোয় থাকেন। ব্যতিক্রম নন সইফ আলি খানের ছেলে-মেয়েও। কিছুদিন আগে সইফের ছেলে ইব্রাহিম খান সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। এবার তার বোন সারাও প্রচারের আলোয়। খুব শীঘ্রই সারা বলিউডে পা রাখতে চলেছে বলে খবর। কিন্তু ভিন্ন একটি কারণে সারাকে নিয়ে জোর জল্পনা চলছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সইফ-কন্যা প্রথমসারির এক রাজনৈতিক নেতার নাতির সঙ্গে ডেটিং করছেন। ওই তরুণের নাম বীর পাহারিয়া। মুম্বই-দিল্লির ওই তরুণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি। তাঁর স্বপ্ন পপ স্টার হওয়া। সারা একটি সাক্ষাত্কারে বলেছেন, বীর খুবই অনুভূতিপ্রবণ, ফুটপাতের ধোসা খেতেও ওর আপত্তি নেই। ও এমন একজন যার সঙ্গে ঘুরতে ভালো লাগবে।