নয়াদিল্লি: আইপিএল কি তরুণ ভারতীয় ক্রিকেটারদের আত্মপ্রকাশের মঞ্চ? অনেকেরই মত এটা হলেও মুম্বইয়ের ক্রিকেটার শার্দুল ঠাকুরের অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ অন্য। রঞ্জি ট্রফিতে ৪১টি উইকেট পেয়ে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নেওয়া শার্দুল ২০১৪ থেকে এবারের আইপিএল-এর মাঝামাঝি সময় পর্যন্ত মাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছেন। এখানেই শেষ নয়, মরশুমের মাঝপথেই তাঁকে ছেড়ে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। স্বভাবতই হতাশ শার্দুল ট্যুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন।

 

শার্দুল ছাড়াও প্রদীপ সাহু ও আরমান জাফরকেও ছেড়ে দিয়েছে পঞ্জাব। চলতি মরশুমে মোটেই ভাল পারফরম্যান্স করতে পারছে না প্রীতি জিন্টার দল। এই অবস্থায় রঞ্জিতে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলা শার্দুলের খেলার সুযোগ পাওয়ার আশা করাটাই স্বাভাবিক ছিল।

 

গত তিন মরশুম ধরেই মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত উইকেট নিয়ে যাচ্ছেন শার্দুল। ২০১৪-১৫ মরশুমে ২০.৮১ গড়ে ৪৮টি উইকেট নিয়ে তিনি রঞ্জিতে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট প্রাপক হন। ২০১৫-১৬ মরশুমেও ২৪.৫১ গড়ে ৪১টি উইকেট নিয়েছেন এই পেসার। মুম্বইয়ের ৪১তম রঞ্জি জয়ে শার্দুলের বড় অবদান ছিল। কিন্তু তাঁকেই খেলার সুযোগ না দিয়ে ছেড়ে দিল পঞ্জাব।

 



 

ট্যুইটারে শার্দুল লেখেন, দুমাস বসে থাকার পর মুম্বইয়ের একটি ক্লাবের হয়ে একটি টি-২০ প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবেন। আইপিএল আমাকে অবাক করেছে। পরে অবশ্য এই ট্যুইট মুছে দেন তিনি।