বাচ্চাটি সেফ-অমৃতার মেয়ে বর্তমানে বলিউড অভিনেত্রী সারা আলি খান। শুধু দেখতেই এক নন, দিদি এবং ভাই পড়েছে এক পোশাকও। সেফকে দেখা যাচ্ছে নিজের ছোট্ট সোনাদের কপালে চুম্বন এঁকে দিতে।
তৈমুরকে কোলে নিয়ে এই ছবিটি সেফ তুলেছিলেন সুইতজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে। সারা এখন বলিউডে তাঁর প্রথম ছবি কেদারনাথ-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।