কলকাতা: ১৮ জুলাই এই সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। আর মুক্তির পর থেকেই যেন এই সিনেমা ঝড় তুলেছিল বক্স অফিসে। নতুন নায়ক। নতুন নায়িকা। তা অবশ্য বোঝবার উপায় নেই। মিউজিক্যাল রোমান্টিক এই সিনেমা দর্শকদের মনে ঝড় তুলেছে। কোটি কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। তবে কিছু কিছু দর্শক এখনও অপেক্ষা করে রয়েছেন যে, ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসবেন আর সিনেমাটি দেখবেন।

কোভিডকালের পর থেকেই মানুষের মধ্যে ওটিটিতে সিনেমা দেখার প্রবণতা বেড়েছে। অনেকেই এখন প্রেক্ষাগৃহে না গিয়ে অপেক্ষা করেন যে, কবে সিনেমাটি ওটিটিতে আসবেন আর তাঁরা সিনেমাটি দেখবেন। আর এবার এল সুখবর। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেছেন, শানু শর্মা। কে এই শানু শর্মা? শানু 'সাঁইয়ারা'-র প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর। সেই সঙ্গে দেওয়া হয়েছে মুক্তির তারিখও। সেপ্টেম্বর মাসের ১২ তারিখেই নাকি মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। তবে এই তথ্যে এখনও কোনও সিলমোহর পড়েনি।

কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'সাঁইয়ারা'

  • 'সাঁইয়ারা'-র ওটিটি মুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট ভাইরাল হয়েছে।
  • সেই পোস্ট অনুযায়ী, আর বেশি অপেক্ষা নয়, আগামী মাস থেকেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'সাঁইয়ারা'।
  • পোস্টারে লেখা আছে 'সাঁইয়ারা' ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
  • এই পোস্টারটি শানু শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। শানু 'সায়ারা'-র প্রোডাকশন হাউস যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর।
  • তাঁর এই স্টোরিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই মনে করছেন, খবরটি সত্য। তবে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি। 

'সাঁইয়ারা'-র রেকর্ড

মোহিত সুরি-র পরিচালনায় তৈরি সিনেমা 'সাঁইয়ারা' বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। অহন পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda) অভিনীত এই সিনেমাটি ভারতে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা করা সিনেমার খেতাব নিজের করে নিয়েছে। দেশের বক্স অফিসে 'সাঁইয়ারা' চার সপ্তাহে ৩২৫.৭৫ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে, বিশ্বব্যাপী সিনেমাটির কালেকশন ৫০০ কোটির বেশি হয়ে গেছে। 'সাঁইয়ারা'  এখনও বক্স অফিসে ব্যবসা জারি রেখেছে।

'সাঁইয়ারা'-র বাজেট

'সাঁইয়ারা' যশরাজ ফিল্মস মাত্র ৬০ কোটি টাকার বাজেটে তৈরি করেছে। সিনেমায় চাঙ্কি পান্ডের ভাগ্নে অহন পান্ডে এবং অনীত পাড্ডা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। অহন 'সাঁইয়ারা' দিয়ে বলিউড ডেবিউ করেছেন। অন্যদিকে, অভিনেত্রী হিসেবে অনীতেরও এটি প্রথম সিনেমা।