নয়াদিল্লি: 'ডাঙ্কি' মুক্তি পাওয়ার পরের দিনই মুক্তি পায় প্রভাসের নতুন ছবি 'সালার' (Salaar)। আর মুক্তির তিনদিনের মধ্যেই বক্স অফিসে লম্বা দৌড় লাগিয়েছে এই ছবি। শাহরুখ নাকি প্রভাস বক্স অফিসে কে বেশি ঝড় তুলবেন তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা নেটপাড়ায়, অনুরাগীদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। রবিবারই সারা দেশজুড়ে ব্যবসার সমীক্ষায় ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে 'সালার'।


শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার'। বক্স অফিস সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের ১৬ হাজার ৫৯৩ শোয়ের প্রায় ১৭ লক্ষ টিকিট বিক্রি হয় অগ্রিম বুকিংয়েই। এর মধ্যে তেলুগু শোয়ের জন্যই ১৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। যার থেকে মোট আনুমানিক আয় প্রায় ৩৮.২৫ কোটি টাকা। ছবির মুক্তির আগে ২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে তামিল ও হিন্দি মিলিয়ে। এর থেকে তামিলে ব্যবসার পরিমাণ প্রায় ১.৯ কোটি টাকা, এবং হিন্দিতে ৫.৬২ কোটি টাকা। আর এরই সঙ্গে শনিবারের মত রবিবারও 'ডাঙ্কি'র সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করেছে 'সালার'। প্রাথমিক রিপোর্ট বলছে, রবিবার (তৃতীয় দিন) দেশজুড়ে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬২.৮৯ কোটি টাকা। ৩ দিনের আয় ধরলে, গোটা বিশ্বে এই ছবি ইতিমধ্যেই নাম লিখিয়েছে ৪০০ কোটির ক্লাবে!


তিনদিনের আয়ের হিসাব:


প্রথম দিনের আয়- ৯০.৭ কোটি


দ্বিতীয় দিনের আয়- ৫৬.৩৫ কোটি


তৃতীয় দিনের আয়- ৬২.৮৯ কোটি


বড়দিনের আবহে বক্স অফিসে দুই তারকার ছবি যে একে অপরকে টক্কর দেবে বোঝাই যাচ্ছিল। গত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দর থেকে খবর মিলছিল যে শাহরুখ খানের 'ডাঙ্কি'র কারণে তার পর্যাপ্ত বা সমপরিমাণ হল পাচ্ছে না 'সালার'। মুক্তির তারিখ ঘোষণার সময় থেকেই চর্চায় ছিল 'ডাঙ্কি' ও 'সালার'। মাত্র একদিনের তফাতে দুই প্রতীক্ষিত ছবি বক্স অফিসে কেমন লড়াই করতে পারে সেটাই ছিল দেখার। যত দিন এগোতে শুরু করল, শুরু হল একাধিক বিতর্ক। একদিকে যখন শোনা যাচ্ছিল যে অগ্রিম বুকিংয়ে এগিয়ে আছে 'সালার', তখন এও শোনা যাচ্ছিল একাধিক জাতীয় মাল্টিপ্লেক্স চেন 'ডাঙ্কি'র শো সংখ্যা বেশি রাখছেন এবং তার  ফলস্বরূপ নাকি ক্ষুব্ধ 'সালার' নির্মাতারা। প্রথম দিনের বক্স অফিস আয়ের নিরিখে যদিও পরিষ্কারভাবে শাহরুখকে পিছনে ফেলেছেন প্রভাস।


হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছে এই বহুচর্চিত ছবি। প্রভাসের পাশাপাশি সালার-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসান। এছাড়াও রয়েছেন টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল রয়েছেন ছবি পরিচালনার দায়িত্বে।  


আরও পড়ুন : 'Dunki' Vs 'Salaar': মারাঠা মন্দির থেকে সরল শাহরুখের 'ডাঙ্কি', শো সংখ্যা বাড়ানো হল প্রভাসের 'সালার' ছবির